সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৯ জুন, ২০২৫

ধোবাউড়ায় প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নবযাত্রা: ‘ডিজিটাল প্রেসক্লাব’ এর শুভ উদ্বোধন

ধোবাউড়ায় প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নবযাত্রা: ‘ডিজিটাল প্রেসক্লাব’ এর শুভ উদ্বোধন

 



প্রতিনিধি : মাহিম আল খোকন 

প্রান্তিক মানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে ময়মনসিংহের ধোবাউড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “ধোবাউড়া ডিজিটাল প্রেসক্লাব”।

রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় ক্লাব কার্যালয়ে কেক  কেটে ক্লাবটির উদ্বোধন করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক জি.এম আজহারুল ইসলাম কাজল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবির উদ্দিনসহ নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “নতুন চোখে সংবাদ” এই স্লোগান ধারণ করে ক্লাবটি তথ্যপ্রযুক্তিনির্ভর, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা চর্চায় নেতৃত্ব দেবে।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এসএম বাবর,মাহিম আল খোকন,  মাসুদ চৌধুরী, মোঃ ফারুক হোসাইন, মিজানুর রহমান মানিক, মাওলানা ওবায়দুল্লাহ, সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ বিপুল মিয়া, আনিচুর রহমান সোহাগ, আব্দুল হক লিটন, মাহমুদুল হাসান বিশ্বাস রুজেল,রাসেল মন্ডল, নূরু আলম, রফিকুল ইসলাম রতনসহ আরও অনেকে।

এ সময় ক্লাবের ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

তরুণ সাংবাদিকদের এই সংগঠন আগামী দিনে ধোবাউড়ার প্রতিটি সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরবে – এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

২৭ মে, ২০২৫

ধোবাউড়ায় ভূমি মেলার সমাপনী অনুষ্ঠিত

ধোবাউড়ায় ভূমি মেলার সমাপনী অনুষ্ঠিত

 


 প্রতিনিধি: মাহিম আল খোকন 

ময়মনসিংহের ধোবাউড়ায় তিনদিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান আজ বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে এমন আয়োজন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করছে।”


অনুষ্ঠানে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সর্বোচ্চ করদাতা হিসেবে এক লাখ এক হাজার সাতাশ টাকা কর প্রদানকারী একজন সম্মানিত নাগরিককে সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।


এছাড়াও ভূমি মেলা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


এসময় সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৫ মে, ২০২৫

ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ধোবাউড়ায় বর্ণাঢ্য র‍্যালি

ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ধোবাউড়ায় বর্ণাঢ্য র‍্যালি

 


প্রতিনিধি : মাহিম আল খোকন 

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমির সুরক্ষিত মালিক হই”- এই  প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিশাত শারমিন , সহকারী কমিশনার সালাউদ্দিন বিশ্বাস (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি,  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন উপস্হিত ছিলেন।

র‌্যালির নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, তিনি  বলেন, “ভূমি উন্নয়ন কর প্রদানের অভ্যাস গড়ে তোলা এবং ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই ভূমি মেলার আয়োজন।”

এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়, যেখানে জনগণকে অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা, নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি কর প্রদান সম্পর্কিত নানা তথ্য প্রদান করা হয়।

মেলাটি আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস, ধোবাউড়া। সহযোগিতায় ছিলো ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।

২৩ মে, ২০২৫

ধোবাউড়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ধোবাউড়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

 


প্রতিনিধি : মাহিম আল খোকন 


ময়মনসিংহের ধোবাউড়ায়  বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার গামারীতলা ইউনিয়নের মুক্তাগাছা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (৩৭)। তিনি স্থানীয়ভাবে মাদক কারবারির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশ সুপার ও হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, রাতে আনুমানিক ১০টার দিকে নুর নবী নামে এক ব্যক্তির বসতঘরে মাদক বিক্রির সময় আনোয়ার হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (২৩ মে) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ধোবাউড়া থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

২১ মে, ২০২৫

নেতাই নদীতে পাহাড়ী ঢল: মাঠপর্যায়ে পরিদর্শনে কৃষি কর্মকর্তা

নেতাই নদীতে পাহাড়ী ঢল: মাঠপর্যায়ে পরিদর্শনে কৃষি কর্মকর্তা




প্রতিনিধি :মাহিম আল খোকন 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নেতাই নদীতে পাহাড়ী ঢলের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি।

বর্তমানে মাঠে ফসল না থাকলেও প্রতি বছর বর্ষা মৌসুমে এ নদীতে পাহাড়ী ঢলের কারণে কৃষকের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। শুধু ফসল নয়, নদীর আশপাশের মাছচাষিরাও প্রতিবছর ঝুঁকির মুখে পড়েন।

আগাম প্রস্তুতির অংশ হিসেবে কৃষি কর্মকর্তা ঢলের প্রভাব ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন, যাতে যথাযথ ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করা যায়।

১৮ মে, ২০২৫

সড়ক সংস্কারে কলসিন্দুর বাজারের ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ

সড়ক সংস্কারে কলসিন্দুর বাজারের ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ

 




প্রতিনিধি  :মাহিম আল খোকন 


ধোবাউড়া উপজেলার কলসিন্দুর-ধোবাউড়া সড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অংশে সংস্কার কাজ শুরু হয়েছে কলসিন্দুর বাজার ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে। কলসিন্দুর বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে এই কাজের সূচনা করেন। তাদের পাশে থেকে সহায়তা করছেন ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি  অধ্যাপক জি. এম. আজারুল ইসলাম কাজল।


জানা গেছে, সড়কটির ভাঙা অবস্থার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দুর্ভোগে ভুগছিলেন। বিশেষ করে কৃষকদের  ধান ও অন্যান্য কৃষিপণ্য বাজারে আনতে চরম সমস্যায় পড়তে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে কলসিন্দুর বাজারের ব্যবসায়ীরা নিজেরা অর্থ ও শ্রম দিয়ে সড়ক সংস্কারে হাত দেন।


বর্তমানে ইট ও বালু  ফেলে সড়কটির চলাচলযোগ্য অবস্থা ফিরিয়ে আনার কাজ চলছে।  সকলে মিলে এ যেন এক সামাজিক একতার দৃষ্টান্ত।


অধ্যাপক জি. এম. আজারুল ইসলাম কাজল বলেন, “এই সড়কটি এলাকাবাসীর জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই স্থানীয়দের এই উদ্যোগ আমি আন্তরিকভাবে সমর্থন করি এবং পাশে আছি।”


এলাকাবাসীর মতে, সরকারিভাবে নজর না পড়া অনেক উন্নয়ন কাজ এভাবেই স্থানীয় উদ্যোগে সম্পন্ন সম্ভব, যদি সচেতনতা ও একতা থাকে।

১৩ মে, ২০২৫

ধোবাউড়ায় প্রকল্প পরিদর্শনে  জেলা প্রশাসক মফিদুল আলম

ধোবাউড়ায় প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক মফিদুল আলম

 


ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিভিন্ন অফিস ও  প্রকল্প পরিদর্শন করেন ময়মনসিংহ 

জেলা প্রশাসক মফিদুল আলম। বুধবার সকাল ১১ টায় তিনি ধোবাউড়ায় আসেন। ধোবাউড়া-গোয়াতলা সীমানায় জেলা প্রশাসককে উপজেলা পরিষদ ও প্রশাসন, ধোবাউড়া থানা এবং পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 


পরে জেলা প্রশাসক পরিদর্শন করেন প্রকল্পের খোঁজ খবর নেন।এছাড়াও তিনি সহকারী কমিশনার( ভূমি) অফিস পরিদর্শন করেন। এসময় সঙ্গে ছিলেন  

 উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নিশাত শারমিন, সহকারী কমিশনার(ভূমি) সালা উদ্দিন বিশ্বাস, ধোবাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  আল মামাুন সরকার প্রমূখ।

২০ এপ্রি, ২০২৫

হাইব্রিড মিতালী ৪ ধান চাষে কৃষকের মাথায় হাত

হাইব্রিড মিতালী ৪ ধান চাষে কৃষকের মাথায় হাত



ধোবাউড়া প্রতিনিধি :সাইফুল ইসলাম কনক 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ২ নং গামারী তলা ইউনিয়ন এর নাঙ্গলজোড়া হোসেন বাজায়ের  সার, কীটনাশক,  ও বীজ বিক্রেতা রফিক মিয়া প্রতারণা করে হাইব্রিড ধান বীজ বিক্রয় করে প্রায় ৪০ /৪৫ একর বোর  জমির ফসলের ক্ষতি করাতে কৃষকেরা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তার কাছে। কৃষকের পক্ষে অভিযোগকারী মোঃ শাহ আলম,ধোবাউড়া উপজেলার ২ নং গামারিতলা ইউনিয়নের নাঙ্গলজোড়া গ্রামের বাসিন্দা  পিতা হাজী মোঃ গিয়াস উদ্দিন তালুকদার এর ছোট ছেলে কৃষি কাজে জড়িত থাকায় তার নিজ ফসলের জমি ২ দুই একর ও অন্যান্য কৃষকের ৩০ থেকে ৪০ একর ফসলের  জমি নষ্ট হয়েছে বলে জানান।সরজমিনে কৃষক লাল মিয়ার কাছে জানতে চাইলে, সে বলেন আমার কাছে রফিক দোকানদার হাইব্রিড মিতালী ৪ ধান এর বীজ ৬৬০ টাকা কেজি বিক্রয় করে, আমি দুই কেজি ধান কিনে আনি আমার জন্য, ধানের চারা ভালো ভাবে আসে,এখন তোর হয়ে, সাদা হয়ে মারা যাচ্ছে বলেন এবং আমাকে সাথে নিয়ে জমির ফসল দেখায়। আরো বলেন রফিক দোকানদারের বি. এস. টি. আই. লাইসেন্স  আছে বলে আমাদের কাছে অনেকদিন ধরে সার কীটনাশক ও বীজ বিক্রয় করে আসছে। ২ দুই নং গামারিতলা ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন বলেন  রফিক দোকানদারের তার নিজ নামে কোন বি. এস. টি. আই. লাইসেন্স নেই। অভিযোগকারী  ঊর্ধতন কর্মকর্তার নিকট এর সুবিচার প্রার্থনা করেন।

২৭ মার্চ, ২০২৫

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ধোবাউড়া  থানার ওসি আল মামুন সরকার

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার

 

প্রতিনিধি : মাহিম আল খোকন 

দেশবাসীকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ধোবাউড়া  থানার অফিসার ইনচার্জ (ওসি)  আল-মামুন সরকার । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।

মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সেই মুহুর্ত মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদুল ফিতরের খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি।

আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

সৎ সাহসী নীতিবান ও মানবিক পুলিশ অফিসার ইনচার্জ আরও বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।





১২ মার্চ, ২০২৫

ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আলোচনা সভা

 


                    প্রতিনিধি :-মাহিম আল খোকন

 

আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বুধবার সকালে হাসপাতাল কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকায় ১৫৯টি ক্যাম্পেইনের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে। ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লালা রঙের ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুমৃত্যুর ঝুঁকি কমিয়ে আনতে অভিভাবকদের আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাশ ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন। উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আল-মামুন সরকার, হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক ও সাংবাদিকরা।

১০ মার্চ, ২০২৫

 বালু উত্তোলন রোধে সকলের সহযোগিতা কামনা করে ইউএনওর প্রেস ব্রিফিং

বালু উত্তোলন রোধে সকলের সহযোগিতা কামনা করে ইউএনওর প্রেস ব্রিফিং

প্রতিনিধি :(মাহিম আল খোকন) 


ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও নেতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। গত ৭ মার্চ মোবাইল কোর্ট পরিচালনা করে সাতটি ট্রাক ও ছয়টি লড়িকে ১০ হাজার টাকা করে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ৮ মার্চ ঘোষগাঁও নেতাই নদীতে অভিযান পরিচালনা করে ১১টি ড্রেজার মেশিন জব্দ করে ১৬০টি ড্রেজার স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। ৯ মার্চ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। সুপ্রিম কোর্টের স্ট্যাটাস অনুযায়ী ইজারাদার অথবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক বালু সম্পুর্ণ অবৈধ এবং আদেশ অবমাননার সামিল। অবৈধ বালু উত্তোলন রোধে সকলের সার্বিক সহযোগিতায় কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস ও উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।


২৫ ফেব, ২০২৫

 ধোবাউড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

ধোবাউড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন


আজ সকালে  ধোবাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস  দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন,সহকারী কমিশনার(ভূমি) সালাউদ্দিন বিশ্বাস,উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক,প্রকল্প বাস্তবায়ন অফিসার বেগম শাহিন।

২২ ফেব, ২০২৫

 জেলা গোয়েন্দা ডিবি'র অভিযানে তক্ষক ব্যবসায়ী ১ জন গ্রেফতার

জেলা গোয়েন্দা ডিবি'র অভিযানে তক্ষক ব্যবসায়ী ১ জন গ্রেফতার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪ টি বিরল প্রজাতীর তক্ষক ও তক্ষক রাখার ৩টি ঝুড়ি সহ অবৈধ বন্যপ্রাণী ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির অফিসার ইনচার্জ আবুল হোসেন জানান, গোপন তথ্যের বিনিময়ে  শুক্রবার নান্দাইলের চরশ্রীরামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তক্ষক ব্যবসায়ীর নাম মোঃ রবিন মিয়া। রবিন ঐ গ্রামের আসকর আলীর ছেলে বলে পুলিশ জানায়। ডিবি'র ইনচার্জ আবুল হোসেন আরো বলেন , জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত মাদক, চুরি, ছিনতাই,চাঁদাবাজ ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে  জালা গোয়েন্দা  ডিবি'র এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে শুক্রবার নান্দাইলের চরশ্রীরামপুরে অভিযান চালায়। অভিযানে গ্রেফতারকৃত রবিনের বসত বাড়ির সামনে থেকে  চারটি বিরল প্রজাতীর তক্ষক ও তক্ষক রাখার ৩টি ঝুড়ি সহ অবৈধ বন্যপ্রাণী ব্যবসায়ী মোঃ রবিন মিয়াকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। অফিসার ইনচার্জ আবুল হোসেন জানান এই অভিযান অব্যাহত থাকবে

২১ ফেব, ২০২৫

ধোবাউড়া বিএনপির কমিটি বাতিল করে পুনগঠনের দাবিতে সংবাদ সম্মেলন

ধোবাউড়া বিএনপির কমিটি বাতিল করে পুনগঠনের দাবিতে সংবাদ সম্মেলন

 


গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপির কমিটি বাতিল করে পুনগঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় আফজাল এইচ্ খাঁন সমর্থক দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছে ত্যাগী নেতাকর্মীরা। আয়োজিত সংবাদ সম্মেলনের সভাপতি নজরুল ইসলাম দুলালের লিখিত বক্তব্যের মাধ্যমে বলেন, গত ১৭ বছরের নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীদের বঞ্চিত করে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। নয় জন সদস্য রয়েছে ঠিকানা বিহীন। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের তিন বারের সফল বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জুর ঠিকানা পরিবর্তন এবং ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে যারা দালালি করেছে তাদেরকে কমিটির সামনের সারিতে রেখে, বিএনপিকে অবমূল্যায়নসহ নানা অনিয়মের কথা তুলে ধরেন তারা। ইচ্ছাকৃতভাবে ভুল কমিটি ঘোষণা করে হেয় প্রতিপন্ন করে অপমান করা হয়েছে সুকৌশলে। এসব কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি, কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে নবগঠিত কমিটির সদস্য কবির উদ্দিনসহ অন্যান্য বক্তারা।


১৯ ফেব, ২০২৫

ক্যান্সার আক্রান্ত সোবানকে দেখতে হাসপাতালে গিয়ে উপস্থিত আলহাজ্ব সালমান ওমর রুবেল

ক্যান্সার আক্রান্ত সোবানকে দেখতে হাসপাতালে গিয়ে উপস্থিত আলহাজ্ব সালমান ওমর রুবেল

ধোবাউড়ায় ক্যান্সার আক্রান্ত সোবানকে দেখতে হাসপাতালে গিয়ে উপস্থিত ধোবাউড়া-হালুয়াঘাট উপজেলার মানুষের চোখের মনি, মানবতার ফেরিওয়ালা, অসহায় সুবিধাবঞ্চিত মানুষের চির চেনা বন্ধু, দৃষ্টিহীন মানুষের কাংখিত "" সালমান ওমর"" ওমর ফাউন্ডেশনের চেয়ারম্যান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল। কেমন এক অচেনা চিত্র, হাসপাতালে ওয়ার্ডের রোগীদের মাথায় হাত রেখে তাদের মনের কষ্ট ভাগাভাগি করে নিতে দেখা গিয়েছে তাকে। এসময় সাথে ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ।

১৩ ফেব, ২০২৫

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আল মামুন সরকার

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আল মামুন সরকার

    


ময়মনসিংহের ধোবাউড়া  থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার,জানুয়ারী মাসে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছে। 

তিনি মাদক উদ্ধার, হত্যা মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার সাহসী ও কার্যকর ভূমিকার জন্য এই সম্মাননা পেয়েছেন। 

আল মামুন সরকার ধোবাউড়া  থানায় যোগদানের পর থেকেই জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোরভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি মানবিক ওসি হিসেবেও প্রশংসিত হয়েছেন। তিনি বলেন, "এ অর্জন আমার একার নয়, এটা আমার থানার স্টাফসহ, ধোবাউড়া সাংবাদিক, ও সচেতন নাগরিকের।"


তিনি আরও বলেন, "জুয়া ও মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স অব্যাহত থাকবে, অপরাধী সে যেই হোক না কেন তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।" 


আল মামুন সরকার  এই সফলতা ময়মনসিংহ জেলার পুলিশ বাহিনীর জন্য একটি গৌরবের মুহূর্ত, যা তাদের আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।

ধোবাউড়ায় বালুবাহী লড়ি ও অটো স্টেশনে ত্রিমুখী যানজট

ধোবাউড়ায় বালুবাহী লড়ি ও অটো স্টেশনে ত্রিমুখী যানজট

হুমকিতে সাতারখালী নদীর ঝুঁকিপূর্ণ সেতু


 মাহিম আল খোকন স্টাফ  রিপোর্টার :


ময়মনসিংহে ধোবাউড়া বাজার ব্রীজ মোড়ে ত্রিমুখী যানজটে জনজীবন অতিষ্ঠ। অতিরিক্ত বালুবাহী লড়ি আর অটো স্টেশনের কারণে সীমাহীন ভোগান্তি যাতায়াতকারীদের। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকে ট্রাক-বাস, মোটরসাইকেলসহ বিজয়পুর চিনামাটি পাহাড়ে যাওয়া পর্যটকদের গাড়ি। ধোবাউড়া বাজার সাতারখালী নদীর উপর সেতুটি নির্মাণ করা হয় প্রায় ত্রিশ বছর পূর্বে। ঝুঁকিপূর্ণ সেতুর উপর দীর্ঘ সময় গাড়ি আটকে থাকায়, সেতুটি হুমকির মধ্যে রয়েছে বলে জানান সচেতন মহল। যেকোনো সময় ভেঙ্গে গিয়ে বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ ব্যবস্থা। নদীর পূর্ব পাশের ইউনিয়ন পোড়াকান্দুলিয়া, গামারীতলা ও দক্ষিণ মাইজপাড়ার লক্ষাধিক মানুষের একমাত্র ভরসা সেতুটির দুই পাশের অবস্থিত অটো স্টেশনের পাশাপাশি এলোপাথাড়ি চলছে বালু বোঝাই লড়ি। ফলে গোয়াতলা, মুন্সিহাট ও পোড়াকন্দুলিয়া সড়কের ধোবাউড়া বাজার ব্রীজ মোড়ে সৃষ্টি হয় ত্রিমুখী যানজট। ভোগান্তি পোহাতে হয় সেতুর দুই পাশে অবস্থিত সরকারি আদর্শ কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়, বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপজেলাভিত্তিক বাজারে আসা নানা শ্রেণি পেশার মানুষদের। মহিলা কলেজের নুসাইফা জামান রিদিসহ একাধিক শিক্ষার্থী জানান, যানজটে কথা চিন্তা করে ১ ঘণ্টা আগে কলেজের উদ্দেশ্যে রওনা দিলেও অনেক সময় পৌঁছাতে দেরি হয়ে যায়। পথচারী মাহাবুব আলম বলেন, বালু ব্যবসায়ীদের ব্যবসা কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে অন্যান্য উপজেলা থেকে ভাড়াটিয়া লড়িও নিয়ে আসেন ব্যবসায়ীরা। অতিরিক্ত লড়ির কারণে যানজটের তীব্র আকার ধারণ করেছে বলে মনে করেন পথচারী ও মোড়ের পাশের দোকানীরা। ব্রীজ মোড় সংলগ্ন ফল বিক্রেতা আব্দুল জব্বার বলেন, সকাল থেকে রাত ১১টা পর্যন্ত মাঝেমধ্যে যানজট নিরসন হলেও বাকি সময় তাকে তীব্র যানজট। অনেকসময় স্বেচ্ছাসেবী সংগঠন প্যারাডাইস ওপেন স্কাউট  শিক্ষার্থীরাও যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। প্যারাডাইস ওপেন স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা খায়রুল ইসলাম রতন বলেন, যানজট নিরসনের জন্য দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের দিয়ে ট্রাফিক সেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। পড়াশোনার পাশাপাশি বাচ্চারা পরিপূর্ণ সেবা দিতে ব্যর্থ হচ্ছে। স্থায়ীভাবে যানজট নিরসনের দাবি পথচারীদের।

৫ ফেব, ২০২৫

আলজেরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ

আলজেরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ

 


স্থানীয় সময় মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) আলজিয়ার্সে আলজে‌রিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসিআই) প্রেসি‌ডে‌ন্টের স‌ঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ ক‌রেন পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দিন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্রস‌চিব দুই দে‌শের দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাব্য ক্ষেত্রগু‌লো বি‌শেষ ক‌রে, তৈ‌রি পোশাক, ফার্মাসিউটিক্যালস, এলএনজি, ধাতুর ম‌তো সোর্সিং শিল্পের কাঁচামাল এবং বৈদ্যুতিক এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যগুলোর কথা তু‌লে ধ‌রেন

তিনি এসিআইকে শিপ বিল্ডিং, আইসিটি এবং কৃষির ক্ষেত্রে যৌথ উদ্যোগের সম্ভাবনা অন্বেষণ করার পরামর্শ দেন।

এসিআই-এর প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে আলজেরিয়ার আগ্রহ এবং প্রস্তুতির কথা প্রকাশ করেন। তিনি রপ্তানিভিত্তিক শিল্পগুলো‌তে বাংলাদেশের কৃতিত্ব স্বীকার করে জ্বালানি ও কৃষি প্রক্রিয়াজাতকরণে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা ব‌লেন।বৈঠকে পররাষ্ট্রসচিব আলোচনাধীন বিষয়ে চল‌তি বছরে ভার্চুয়া‌লি সভা, একে অপরের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুবিধার্থে যৌথ ব্যবসায় ফোরাম গঠন, ব্যবসায় প্রতিনিধিদের বিনিময়ের কথা ব‌লেন। উভয়পক্ষ এফবিসিসিআই এবং এসিআইয়ের মধ্যে বি‌বেচনাধীন একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে সম্মত হ‌য়ে‌ছে।

পররাষ্ট্রস‌চি‌বের প্রস্তাবে স্বাগত জা‌নি‌য়ে এসিআই-এর প্রেসিডেন্ট ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশটির আসন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও আন্তঃআফ্রিকা বাণিজ্য মেলায় বাংলাদেশি সংস্থাগুলোর অংশগ্রহণকে উৎসাহিত ক‌রেন।

৪ ফেব, ২০২৫

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের

 


নাহিদ ইসলাম বলেন, ‘আমি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বলব ধৈর্য ধরতে। তাদের শিক্ষাজীবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক ও দায়িত্বশীল।’সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সোমবার দুপুরে সরস্বতী পূজা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘আমি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বলব ধৈর্য ধরতে। তাদের শিক্ষাজীবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক ও দায়িত্বশীল।’


বর্তমান পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সব সমস্যা সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘জনভোগান্তি সৃষ্টি না করে আমাদের বিষয়টি মাথায় রাখতে হবে। আশা করি সবার জন্য ইতিবাচক কিছু আসবে।’

তিনি আরও বলেন, সাত কলেজের সমস্যা দীর্ঘদিন ধরে জটিল আকার ধারণ করেছে। অতীতে শিক্ষা সংক্রান্ত একটি ভুল সিদ্ধান্তের কারণে হাজারো শিক্ষার্থীর শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে।

নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাত কলেজের সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছে। প্রতিটি কলেজের বিষয় গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে এবং ইতিবাচক সমাধানের পথ খোঁজা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও।

পরিদর্শন শেষে তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ বিভিন্নভাবে মাঠে নামার চেষ্টা করেছে। এমনকি তারা রিকশাওয়ালা সেজেও আন্দোলনে নামতে চেয়েছে। শুরু থেকেই উসকানিমূলক পরিস্থিতি তৈরি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। তবে এখন পর্যন্ত তারা সফল হয়নি। মানুষ চায় না আওয়ামী লীগ তাদের নাম ও আদর্শ ব্যবহার করে গণহত্যার মতো পরিস্থিতি তৈরি করার পর আবারও ফিরে আসুক। এটি দেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’

আসিফ মাহমুদ জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট রয়েছে। আওয়ামী লীগ আগেও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে, তবে তারা সফল হয়নি। এবারও তাদের সেই সুযোগ দেওয়া হবে না।

২৭ জানু, ২০২৫

হাসনাতকে নিয়ে সারজিস আলমের স্ট্যাটাস

হাসনাতকে নিয়ে সারজিস আলমের স্ট্যাটাস

 



ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর সাহসিকতার প্রসংশা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে দেওয়া স্ট্যাটাস তিনি লিখেছেন, আশপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে, এইটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে। অন্য কেউ এই সাহস করে নাই। সাহস করেছে হাসনাত আবদুল্লাহ।

‘সাহসটা করার জন্যে হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম এপ্রিশিয়েটটা অন্তত করতে শেখেন। হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারতো। সবচেয়ে বড় কথা উদ্দেশ্য সৎ ছিল।’

সারজিস আলম আরও লিখেছেন, এই ছেলেটার (হাসনাত) সমস্যা হলো এর মাথা গরম আর সবসময় গ্রেটার পার্পেপেক্টিভ চিন্তা করে। কিন্তু সত্যি এটাই যে, মাথা গরম বলেই সেই জুলাইয়ে ভিসি চত্ত্বরে গায়েবানা জানাজা শেষে যখন সবাই পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর ছোররা বুলেটে ছোটাছুটি যাচ্ছিল তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে দুই হাত প্রশস্ত করে এগিয়ে যায় আর বলে ‘we are open to killed’! ঠিক যেমনিভাবে গতকাল গিয়েছিল।
হাসনাত সেই জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে রাজাকার-রাজাকার মিছিলের সামনের সারিতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল, যখন অনেকেই নিজেকে সেফ জোনে রেখেছিল। এই ছেলেটাই সর্বপ্রথম এবং একা সচিবালয়ে আনসারলীগের বিরুদ্ধে রাস্তায় নামে এবং পরবর্তীতে ঐক্যবদ্ধ চেষ্টায় সচিবালয় অনেকটা সুরক্ষিত হয়ে ওঠে। এই মাথা গরম, ক্ষ্যাপা ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয়, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায়। হোক সেটা ক্যাম্পাস, রাজপথ কিংবা অন্য কোথাও।

জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক বলেন, আপনারা যারা শুধু ঘরে বসে স্যোশাল মিডিয়ার ঝড় তুলতে পারেন তাদের মতো সেইফ গেম প্লে না করতে পারাটা হাসনাতের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু তিক্ত সত্য এটাই যে, এই মাথা গরম স্বভাবওয়ালা ক্ষ্যাপা তরুণ প্রজন্মের কারনেই এই নতুন বাংলাদেশ।

‘কতজনের এখন কতরকম স্বার্থ আর ধান্দা সেটা আমরা বুঝি, অপ্রত্যাশিত কিছু হলে এরা যে আবার গর্তে যাবে সেটাও জানি। কিন্তু দিনশেষে চোখের সামনে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের মতো গুটিকয়েক ভন্ড, সুবিধাবাজ, কালপ্রিট কি বলল আর কি বিহেভ করল তাতে আমাদের কিছু আসে যায় না। হাসিনার পোষারা এর চেয়ে কম বলেনি বা করেনি।’

সারজিস আলম আরও লিখেছেন, মিনিমাম কমনসেন্স থাকলে বোঝা উচিত কারা করসে, কেন করসে। রকেট সাইন্স না বোঝাটা। We are Hasnat & proud to be a fellow-fighter of Hasnat.