অন্যান্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অন্যান্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৭ জুন, ২০২৫

ধোবাউড়া বাজারে স্বর্ণের দোকানে মোবাইল কোর্টের অভিযান।

ধোবাউড়া বাজারে স্বর্ণের দোকানে মোবাইল কোর্টের অভিযান।

 


প্রতিনিধি : মাহিম আল খোকন 

ময়মনসিংহের ধোবাউড়া সদর বাজারে স্বর্ণের  দোকানগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই। আজ (মঙ্গলবার) দুপুরে পরিচালিত এ অভিযানে অননুমোদিত যন্ত্রপাতি ব্যবহার, ওজন ও পরিমাপে প্রতারণা এবং  বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০টি মামলায় মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে বিএসটিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ধোবাউড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

৩ জুন, ২০২৫

ঈদে অতিরিক্ত ভাড়া ও হাটে চাঁদাবাজি রোধে ধোবাউড়া প্রশাসনের উদ্যোগ।

ঈদে অতিরিক্ত ভাড়া ও হাটে চাঁদাবাজি রোধে ধোবাউড়া প্রশাসনের উদ্যোগ।

 


প্রতিনিধি :মাহিম আল খোকন 

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত যাত্রীভাড়া ও পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায় রোধে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল-মামুন সরকার, পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, বাজার ইজারাদার, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সভায় আসন্ন ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ রাখতে সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ময়মনসিংহ থেকে ধোবাউড়া সিএনজি ভাড়া ২৩০ টাকা, বাস ভাড়া ১৫০ টাকা এবং ঢাকা থেকে ধোবাউড়া পর্যন্ত বাস ও মাইক্রোবাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এই নির্ধারিত ভাড়া ঈদের আগে ও পরে, অর্থাৎ ৯ থেকে ১৫ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

নির্বাহী অফিসার নিশাত শারমিন বলেন, “ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত ও পশু কেনাবেচা করতে পারে, সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ব্যাহত না হয়, সেদিকেও প্রশাসন সতর্ক থাকবে।”

সভায় অংশগ্রহণকারীরা ঈদে অতিরিক্ত ভাড়া আদায় ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

২৯ মে, ২০২৫

ধোবাউড়ায় পার্টনার কংগ্রেস প্রোগ্রাম  কৃষি ও উন্নয়ন ভাবনায় অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ

ধোবাউড়ায় পার্টনার কংগ্রেস প্রোগ্রাম কৃষি ও উন্নয়ন ভাবনায় অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ


প্রতিনিধি:মাহিম আল খোকন 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস প্রোগ্রাম’। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কৃষি উন্নয়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং অংশীদারিত্বভিত্তিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোছাঃ নাছরিন আক্তার বানু, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান ও এস এম ফজলে রাব্বি।

অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ, পিএফএস ও নন-পিএফএস কৃষক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এছাড়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, সমবায় কর্মকর্তা কামরুল হুদা, ইউএইচএফপিও, ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ (তদন্ত)মোজাম্মেল হোসাইন, ভেটেরিনারী সার্জন, উপজেলা মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মুরাদ ।

বক্তারা বলেন, মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তি ও কৃষিপদ্ধতির প্রয়োগ নিশ্চিত করতে অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। কৃষি খাতের উন্নয়ন দেশের খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমান কৃষিকে ভবিষ্যতে বাংলাদেশের জন্য যেন আরও নিরাপদ এবং টেকসই করা যায় সেই লক্ষ্যে উত্তম কৃষি চর্চার কোন বিকল্প নেই। খোরপোশ কৃষিকে বানিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে নিরলস শ্রম দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক  জি এম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, এবং যুগ্ম আহ্বায়ক  মোয়াজ্জেম হোসেন লিটন প্রমুখ।

আয়োজকেরা জানান, অংশীদারিত্বমূলক এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে, যাতে মাঠপর্যায়ের চাষি থেকে শুরু করে নীতিনির্ধারকরা একই প্ল্যাটফর্মে এসে ভাবনা ও অভিজ্ঞতা বিনিময় করতে পারেন।

২৮ মে, ২০২৫

ধোবাউড়া বাজারে ‘সুজন বস্রালয়’—সাশ্রয়ী দামে মানসম্মত পোশাকের বিশ্বস্ত ঠিকানা

ধোবাউড়া বাজারে ‘সুজন বস্রালয়’—সাশ্রয়ী দামে মানসম্মত পোশাকের বিশ্বস্ত ঠিকানা

 

নিজস্ব প্রতিবেদক, 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ধোবাউড়া  ইউনিয়নের ধোবাউড়া বাজারে সম্প্রতি যাত্রা শুরু করেছে “সুজন বস্রালয়”—একটি আধুনিক ও বৈচিত্র্যময় পোশাক বিপণী প্রতিষ্ঠান। এলাকার তরুণ উদ্যোক্তা মোঃ সুজন মিয়ার উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

সুজন বস্রালয়ে রয়েছে বিভিন্ন দেশের, বিশেষ করে পাকিস্তানি ফ্যাশনের উপর ভিত্তি করে তৈরি উন্নতমানের পোশাক। এখানে পাওয়া যাচ্ছে:

পাকিস্তানি, স্ট্যান্ডার্ড ও শাহী শাড়ি

লুঙ্গি, থ্রি-পিস ও থান কাপড়

বোরকা, টপস, জায়নামাজ

সব ধরণের পুরুষ ও নারী পোশাক

পাইকারি ও খুচরা উভয় বিক্রির সুবিধা থাকায় আশপাশের বাজার ও গ্রাম থেকে অনেকেই এই দোকান থেকে পোশাক সংগ্রহ করছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে—সাশ্রয়ী মূল্যে ভালো মানের কাপড় পাওয়ায় ক্রেতারা সন্তুষ্ট। বিশেষ করে ঈদ-পূজা বা উৎসবের সময় সুজন বস্রালয়ে ক্রেতার চাপ বেড়ে যায়।

দোকানের কর্ণধার মোঃ সুজন মিয়া জানান, “আমি চেয়েছি আমার এলাকার মানুষ যেন ভালো দামে ভালো পণ্য পায়। তাই নানা উৎস থেকে উন্নতমানের কাপড় এনে সেগুলো সাশ্রয়ী দামে বিক্রি করছি।”

যোগাযোগ:

মোবাইল: ০১৯৬৫-০৪২০০৩, ০১৭৪০-৩৯৫১১৬

ঠিকানা: জনতা ব্যাংকের নিচতলা  , গাঙ্গিনারপাড়, ধোবাউড়া বাজার, ময়মনসিংহ।





১১ মার্চ, ২০২৫

কুয়েটে রাজনীতি করলেই ছাত্রত্ব বাতিল

কুয়েটে রাজনীতি করলেই ছাত্রত্ব বাতিল

 


খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কোনো শিক্ষার্থী রাজনীতির সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।

সোমবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম (জরুরি) ও ৯৮তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া সিন্ডিকেটের ৯৮তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে।

এতে আরও বলা হয়, সিদ্ধান্ত সমূহ Academic Ordinance rules & Regulations এর ছাত্র শৃঙ্খলা বিধিতে ২০ নম্বর ধারা মোতাবেক কোনো ছাত্র/গোষ্ঠী কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। এরূপ ঘটনা বা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার জন্য বলা হয়।

৮ মার্চ, ২০২৫

ময়মনসিংহে যাত্রা শুরু করলো 'ময়মনসিংহ অ্যামেচার রেডিও সোসাইটি'

ময়মনসিংহে যাত্রা শুরু করলো 'ময়মনসিংহ অ্যামেচার রেডিও সোসাইটি'



ময়মনসিংহে আত্মপ্রকাশ করলো 'ময়মনসিংহ অ্যামেচার রেডিও সোসাইটি ময়মনসিংহ' — বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক কলসাইনপ্রাপ্ত সদস্যদের নিয়ে গঠিত একটি বিজ্ঞানভিত্তিক সংগঠন।


গত ৩০ আগস্ট ২০২৪ সংগঠনটি গঠিত হওয়ার পর সদস্যদের আলোচনার ভিত্তিতে ৭ মার্চ, শুক্রবার সন্ধ্যায় ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সাত সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডাক্তার খন্দকার মুহাম্মদ আনোয়ার হোসেন (S21NL)। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মীর সাইফুল ইসলাম (S21GK) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর সালেক মিম ফাহাদ ( S21CRO)।


কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন সঞ্জয় চন্দ্র কর্মকার (S21EF), যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. খায়রুল ইসলাম রতন (S21TCV) । কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাসাল আলী (S21RJR) এবং আবুল বাশার (S21GH)।


সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য তিন সদস্যের একটি উপ-পরিষদ গঠন করা হয়েছে, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল বাশার (S21GH)।


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) থেকে লাইসেন্সপ্রাপ্ত যেকোনো অ্যামেচার রেডিও অপারেটর ক্লাবের সদস্যপদ গ্রহণ করতে পারবেন। 'ময়মনসিংহ অ্যামেচার রেডিও সোসাইটি' রেডিও যোগাযোগ, দুর্যোগকালীন জরুরি সেবা, প্রযুক্তিগত গবেষণা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানবসেবায় অবদান রাখার লক্ষ্যে কাজ করবে।

২৬ ফেব, ২০২৫

ধোবাউড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আটক-২

ধোবাউড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আটক-২

 


রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যুতে স্বামী ও শ্বাশুড়িকে আটক করেছে পুলিশ। নিহত পরিবারের দাবি তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। মৃত ব্যক্তির আলামতের প্রেক্ষিতে এটি আত্মহত্যা নয় বরং হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মঙ্গলবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন চানপাগার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মাকসুদা আক্তার (১৮)-এর ফুফু, বাবা হজরত আলী ও মা রেহেনা খাতুন জানান, তাদের মেয়ে আত্মহত্যা করার মতো এমন কোন ঘটনা ঘটেনি। পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে গা-ঢাকা দেয়ার চেষ্টা করছে জামাই পরিবারের লোকজন। নিহতের মামা আবুল খায়ের বলেন, মাকসুদার স্বামীর বড় ভাই নাজমুল হোসেন ও হযরত আলী ঘটনাটি আত্মহত্যা বলে নানা টালবাহানায় বুঝানোর চেষ্টা করে হঠাৎ পালিয়ে যায় তারা। নিহতের স্বামী নাঈম মিয়া (২৩) ঘটনার বর্ণনা দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে। প্রথমে একাধিক লোকের সাথে বলে, ঘরে ঢুকে স্ত্রীর মরদেহ খাটে শুয়ানো অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে বলে, স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার করলে মাসহ প্রতিবেশীরা এগিয়ে আসে। অফিসার ইনচার্জ আল-মামুন সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্য স্বামী ও শ্বাশুড়িকে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

১৪ ফেব, ২০২৫

 আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু

আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফ শুরু


ফরিদপুর প্রতিনিধিঃ


বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ আগামীকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই উরস শরীফ উৎযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই লক্ষ ভক্তবৃন্দ সমবেত হয়েছে।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে খাজাবাবার রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে  উরস শরীফের আনুষ্ঠিকতা শুরু হয়।


মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল। দেশ-বিদেশের লক্ষ লক্ষ আশেকান, জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও ভক্তবৃন্দ সমবেত হচ্ছেন বিশ্ব জাকের মঞ্জিলে। প্রতিবছরের মত এবারও লাখো মুসল্লির অংশগ্রহণে জুম্মার বিশাল জামাতের পর বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠানিক ভাবে শুরু হয়। 


বিশ্ব জাকের মঞ্জিলে প্রবেশপথে জায়গায় জায়গায় সুদৃশ্য তোরণ, আল কোরআন ও পবিত্র হাদিস থেকে নেওয়া উদ্ধৃতি উৎকীর্ণ অসংখ্য প্ল্যাকার্ড স্থাপন, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, জামে মসজিদসহ সকল স্থাপনায় বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।


চার দিনব্যাপী চলবে উরস শরীফ শনিবার থেকে আগামী মঙ্গলবার (১৫, ১৬, ১৭ ও ১৮ ফ্রেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।  


বিশ্ব জাকের মঞ্জিলের সুমহান প্রতিষ্ঠতা বিশ্ব ওলী হয়রত খাজাবাবা ফরিদপুরী ১৩৫৪ বাংলায় ফরিদপুরের সদরপুরে আটরশি গ্রামে আসেন। হেদায়েতের বাণী প্রচার ও রাসুলে পাক (সা.)-এর সত্য তরিকা প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন আটরশির পীর খাজাবাবা ফরিদপুরী।


খোদা অন্বেষীরা বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র সান্নিধ্যে রাসুলে পাক (সা.)-এর মহব্বত অন্তরে ধারণ করে মহান আল্লাহর নৈকট্য সাধন ও লাভের আশায় এখানে উপস্থিত হন।

২ ফেব, ২০২৫

বিশ্ব ইজতেমায় আজ সকালে ‘প্রথম’ আখেরি মোনাজাত

বিশ্ব ইজতেমায় আজ সকালে ‘প্রথম’ আখেরি মোনাজাত

 


গাজীপুরের তুরাগ নদীর তীরে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব।

আজ রোববার সকাল ৯টা ১১ মিনিটে শুরু হওয়া ২৪ মিনিটের আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা জুবায়ের।

আখেরি মোনাজাতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।

ইজতেমা মাঠের চারদিকে কয়েক কিলোমিটার এলাকায় মুসল্লিতে পূর্ণ হওয়ায় ভবনের ছাদ থেকে, যানবাহনে করে লোকজনকে দোয়ায় অংশ নিতে দেখা গেছে।

পার্থিব জীবনে ও আখেরাতে মুক্তি পেতে মহান আল্লাহর রহমত কামনায় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। দোয়ায় উল্লেখযোগ্য সংখ্যক নারীও অংশগ্রহণ করেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পাকিস্তানের মাওলানা মাওলা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়।

মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকায় সাদা পোশাকে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তাবলিগ জামাতের শুরা-ই নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমার তিন দিনে মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন।