সর্বশেষ

৩০ জুন, ২০২৫

 ১২ বছর পর রায়, ২০১৩ সালের রাজনৈতিক মামলায় অধ্যাপক কাজলসহ ৪৬ আসামি খালাস

১২ বছর পর রায়, ২০১৩ সালের রাজনৈতিক মামলায় অধ্যাপক কাজলসহ ৪৬ আসামি খালাস


 ১২ বছর পর রায়, ২০১৩ সালের রাজনৈতিক মামলায় অধ্যাপক কাজলসহ ৪৬ আসামি খালাস

স্টাফ রিপোর্টারঃ

২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতার সময় দায়ের হওয়া বহুল আলোচিত মামলায় দীর্ঘ ১২ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে ময়মনসিংহের ধোবাউড়ার বিশিষ্ট শিক্ষাবিদ ও ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজলসহ মোট ৪৬ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) ময়মনসিংহের একটি আদালতের বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ মে বিএনপি-জামায়াত জোটের হরতাল চলাকালে হালুয়াঘাটে সহিংসতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলায় তৎকালীন শিক্ষক, জনপ্রতিনিধি, পেশাজীবীসহ স্থানীয় ৪৬ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, সড়ক অবরোধ, পুলিশের কাজে বাধা প্রদান ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ছিলেন বর্তমান ধোবাউড়া  ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি  অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজল, সাবেক চেয়ারম্যান গাজিউর রহমান, প্রফেসর রুকুনুজ্জামান রুবেল, সুজন তালুকদার, মুশফিক তালুকদার, লুৎফর ফকির, এমদাদ ফকির, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল, মারফত আলী, কামরুল হাসান সুমন, জনি, এনামুল, এমদাদ বিশ্বাসসহ অনেকে।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত বলেন, “রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। সাক্ষ্য ও উপস্থাপিত আলামতে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়নি।”

রায় ঘোষণার পর অধ্যাপক কাজল বলেন, “এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা। ১২ বছর ধরে হয়রানির শিকার হয়েছি। অবশেষে ন্যায়বিচার পেয়েছি। আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আক্তার হোসেন বলেন, “এই মামলার শুরু থেকেই এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। আজ সত্যের জয় হয়েছে।”

খালাসপ্রাপ্ত অন্য আসামিরাও সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে তারা সামাজিকভাবে আবার সম্মান ফিরে পেয়েছেন।

রায়কে ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই একে আইনের শাসন প্রতিষ্ঠার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। অন্যদিকে খালাসপ্রাপ্তদের পরিবার ও শুভানুধ্যায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

২৯ জুন, ২০২৫

ধোবাউড়ায় প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নবযাত্রা: ‘ডিজিটাল প্রেসক্লাব’ এর শুভ উদ্বোধন

ধোবাউড়ায় প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার নবযাত্রা: ‘ডিজিটাল প্রেসক্লাব’ এর শুভ উদ্বোধন

 



প্রতিনিধি : মাহিম আল খোকন 

প্রান্তিক মানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে ময়মনসিংহের ধোবাউড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “ধোবাউড়া ডিজিটাল প্রেসক্লাব”।

রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় ক্লাব কার্যালয়ে কেক  কেটে ক্লাবটির উদ্বোধন করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক জি.এম আজহারুল ইসলাম কাজল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবির উদ্দিনসহ নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “নতুন চোখে সংবাদ” এই স্লোগান ধারণ করে ক্লাবটি তথ্যপ্রযুক্তিনির্ভর, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা চর্চায় নেতৃত্ব দেবে।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এসএম বাবর,মাহিম আল খোকন,  মাসুদ চৌধুরী, মোঃ ফারুক হোসাইন, মিজানুর রহমান মানিক, মাওলানা ওবায়দুল্লাহ, সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ বিপুল মিয়া, আনিচুর রহমান সোহাগ, আব্দুল হক লিটন, মাহমুদুল হাসান বিশ্বাস রুজেল,রাসেল মন্ডল, নূরু আলম, রফিকুল ইসলাম রতনসহ আরও অনেকে।

এ সময় ক্লাবের ২৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

তরুণ সাংবাদিকদের এই সংগঠন আগামী দিনে ধোবাউড়ার প্রতিটি সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরবে – এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

১৭ জুন, ২০২৫

ধোবাউড়া বাজারে স্বর্ণের দোকানে মোবাইল কোর্টের অভিযান।

ধোবাউড়া বাজারে স্বর্ণের দোকানে মোবাইল কোর্টের অভিযান।

 


প্রতিনিধি : মাহিম আল খোকন 

ময়মনসিংহের ধোবাউড়া সদর বাজারে স্বর্ণের  দোকানগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই। আজ (মঙ্গলবার) দুপুরে পরিচালিত এ অভিযানে অননুমোদিত যন্ত্রপাতি ব্যবহার, ওজন ও পরিমাপে প্রতারণা এবং  বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০টি মামলায় মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে বিএসটিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ধোবাউড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

৩ জুন, ২০২৫

ঈদে অতিরিক্ত ভাড়া ও হাটে চাঁদাবাজি রোধে ধোবাউড়া প্রশাসনের উদ্যোগ।

ঈদে অতিরিক্ত ভাড়া ও হাটে চাঁদাবাজি রোধে ধোবাউড়া প্রশাসনের উদ্যোগ।

 


প্রতিনিধি :মাহিম আল খোকন 

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত যাত্রীভাড়া ও পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায় রোধে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল-মামুন সরকার, পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, বাজার ইজারাদার, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সভায় আসন্ন ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ রাখতে সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ময়মনসিংহ থেকে ধোবাউড়া সিএনজি ভাড়া ২৩০ টাকা, বাস ভাড়া ১৫০ টাকা এবং ঢাকা থেকে ধোবাউড়া পর্যন্ত বাস ও মাইক্রোবাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এই নির্ধারিত ভাড়া ঈদের আগে ও পরে, অর্থাৎ ৯ থেকে ১৫ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

নির্বাহী অফিসার নিশাত শারমিন বলেন, “ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত ও পশু কেনাবেচা করতে পারে, সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ব্যাহত না হয়, সেদিকেও প্রশাসন সতর্ক থাকবে।”

সভায় অংশগ্রহণকারীরা ঈদে অতিরিক্ত ভাড়া আদায় ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

ধোবাউড়ায় ৭০০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সালমান ওমর রুবেল

ধোবাউড়ায় ৭০০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সালমান ওমর রুবেল

 


 ধোবাউড়া, ময়মনসিংহ | নিজস্ব প্রতিবেদক


ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্রায় ৭০০ মসজিদের ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সমাজসেবক আলহাজ্ব সালমান ওমর রুবেল।

মঙ্গলবার  ধোবাউড়া দারুল উলুম মাদ্রাসা মাঠে  অনুষ্ঠানের মাধ্যমে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম সংগঠনের সভাপতি মুফতি ফজলুল হক এবং সঞ্চালনা করেন ধোবাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সালমান ওমর রুবেল বলেন, “ইমামরা সমাজের আলোকবর্তিকা। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। এই ঈদ উপহার তাদের জন্য ছোট্ট এক শুভেচ্ছা।”

স্থানীয় ইমামগণ এ উপহার পেয়ে আনন্দিত হন এবং সালমান ওমর রুবেলের জন্য দোয়া করেন।

৩০ মে, ২০২৫

সংকটে জাতির দিশারি ছিলেন জিয়াউর রহমান” — এমরান সালেহ প্রিন্স

সংকটে জাতির দিশারি ছিলেন জিয়াউর রহমান” — এমরান সালেহ প্রিন্স



নিজস্ব প্রতিবেদক, মাহিম আল খোকন 

“স্বাধীনতা-পরবর্তী চরম সংকটময় সময়ে জাতি যখন দিশেহারা, তখন দূরদর্শী নেতৃত্বে দেশকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে ফিরিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান”—এ কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, "একাত্তরে জীবন বাজি রেখে যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন, তেমনি ’৭৫-পরবর্তীকালে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে নিজের জীবন উৎসর্গ করেছেন শহীদ জিয়া। তিনি ছিলেন সূর্যসম বিজয়ী বীর, ছিলেন সংকটের অন্ধকারে জাতির একমাত্র দিশারি।"

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এমরান প্রিন্স বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকার আদৌ নির্বাচন চায় কি না, তা আজ জাতির কাছে প্রশ্ন। বিদেশে বসে ড. মুহম্মদ ইউনূস বিএনপিকে ইঙ্গিত করে যে মন্তব্য করেছেন, তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং সত্যের অপলাপ। নিবন্ধনবিহীন দুই দলের প্রতি এ প্রেমের কারণ জাতি জানতে চায়।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচনের প্রশ্নে কোনো ধোঁয়াশা জনগণ মেনে নেবে না। এ দেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। তারা ভোটের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। নির্বাচন ছাড়া ক্ষমতা ধরে রাখার চেষ্টা করা হলে জনগণ রাস্তায় নামবে, রুখে দাঁড়াবে।”

আলোচনা সভার শুরুতেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জি এম আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মনিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, আবদুল ওয়াহেদ তালুকদার, সোলায়মান সরকার, হুমায়ূন কবীর, আবদুল মোমেন সুমন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, যুবদল নেতা ফারুক হোসাইন ও ছাত্রদল আহ্বায়ক জালাল উদ্দিন।

ধোবাউড়ায় ২০ বোতল ভারতীয় মদসহ এক যুবক গ্রেপ্তার

ধোবাউড়ায় ২০ বোতল ভারতীয় মদসহ এক যুবক গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার, মাহিম আল খোকন 

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় তৈরি ২০ বোতল মদসহ পার্লস গাঘ্রা (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার মুন্সিরহাট এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সাবিক হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিরহাট ফাজিল মাদ্রাসার সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এক ব্যক্তি পিঠে একটি কালো ব্যাগ এবং হাতে লাল-কালো মিশ্রিত আরেকটি ব্যাগ নিয়ে এরশাদ বাজার থেকে মুন্সিরহাট বাজারের দিকে আসছিলেন। চেকপোস্টের সামনে আসার পর পুলিশ তাকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। তবে সঙ্গে থাকা ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ বোতল ভারতীয় তৈরি মদ পাওয়া যায়। এসব মদের বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, ‘আটক পার্লস গাঘ্রার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ময়মনসিংহের পুলিশ সুপার ও হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।