আইন-আদালত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আইন-আদালত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩০ মে, ২০২৫

ধোবাউড়ায় ২০ বোতল ভারতীয় মদসহ এক যুবক গ্রেপ্তার

ধোবাউড়ায় ২০ বোতল ভারতীয় মদসহ এক যুবক গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার, মাহিম আল খোকন 

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় তৈরি ২০ বোতল মদসহ পার্লস গাঘ্রা (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার মুন্সিরহাট এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সাবিক হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিরহাট ফাজিল মাদ্রাসার সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এক ব্যক্তি পিঠে একটি কালো ব্যাগ এবং হাতে লাল-কালো মিশ্রিত আরেকটি ব্যাগ নিয়ে এরশাদ বাজার থেকে মুন্সিরহাট বাজারের দিকে আসছিলেন। চেকপোস্টের সামনে আসার পর পুলিশ তাকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। তবে সঙ্গে থাকা ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ বোতল ভারতীয় তৈরি মদ পাওয়া যায়। এসব মদের বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, ‘আটক পার্লস গাঘ্রার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ময়মনসিংহের পুলিশ সুপার ও হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

৮ মার্চ, ২০২৫

ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালুবাহী ট্রাক চালকে ৭০ হাজার টাকা জরিমানা ও লড়ি জব্দ

ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালুবাহী ট্রাক চালকে ৭০ হাজার টাকা জরিমানা ও লড়ি জব্দ

 



ময়মনসিংহের ধোবাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু বোঝাই ৭টি ট্রাক, ৬টি লড়ি ও ১টি ফেলুটার জব্দ করে জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে ধোবাউড়ার হাসপাতাল মোড় হতে শিবানন্দখিলা ও ঘোষগাঁও এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জব্দ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন ও সহকারী কমিশনার ভূমি সালাহউদ্দিন বিশ্বাস। ট্রাকগুলোকে উপজেলা পরিষদের সামনে নিয়ে ১০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা করে আনুমানিক ৪ লাখ ২২ হাজার টাকার বালু জব্দ করা হয়েছে এবং লড়িগুলো জব্দ রাখা রয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেছে ধোবাউড়া থানা পুলিশ।

৩ ফেব, ২০২৫

সালমান, আনিসুল, মানিকসহ নয়জন ২ দিনের রিমান্ডে

সালমান, আনিসুল, মানিকসহ নয়জন ২ দিনের রিমান্ডে





বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার দুই থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ নয়জনকে ২ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াক এ আদেশ দেন বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী।

বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় রিমান্ডে যাওয়ারা হলেন- সালমান এফ রহমান, আনিসুল হক, শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টু।

এদিন তাদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।

বাড্ডা থানার মামলার অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার। ওইদিন বিকেল ৩টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন।এ ঘটনায় তার পরিবার গত ২১ অগাস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন।

শিক্ষার্থী অনিক হত্যাচেষ্টার মামলার বিবরণ অনুযায়ী, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে ঢাকার আদালত এলাকায় এলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর ৩১ জুলাই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।

এ ঘটনায় গত ২১ নভেম্বর কোতোয়ালী থানায় হত্যাচেষ্টা মামলা করেন অনিক।












৩০ জানু, ২০২৫

ধোবাউড়ায়  ছোট ভাইকে  গুরুতর আহত করেছেন বড় ভাই

ধোবাউড়ায় ছোট ভাইকে গুরুতর আহত করেছেন বড় ভাই





ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বাঘবেড় ইউপি ঝিগাতলা গ্রামে  পারিবারিক কলহের জের ধরে  ছোট ভাই  আলী আজগর  (৩৫)কে  কুপিয়ে আহত করেছেন বড় ভাই এমদাদুল হক  (৫৫)  ভাতিজা সবুজ আলী (২১) ও বড় ভাই বউ এলিজা খাতুন (৫০) এর বিরুদ্ধে।


অভিযোগ সৃত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তাদের তিন ভাইয়ের মাঝে জমির ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মাঝে বিরোধ চলে আসছিল সেই  রেশ ধরে  সোমবার দুপুরে জুলফিকারের কু- পরামর্শে এমদাদুল তার স্ত্রী সহ  লোকলশকর নিয়ে আলী আজগরের বাড়িতে অনাধীকার প্রবেশ করে জোড়পূর্বক গাছ কর্তন করতে চাইলে ভূক্তভোগী নিষেধ করাই ক্ষিপ্ত হয়ে  এক সাথে কোড়াল রড লাঠি দিয়ে এলোপাতারী কুপ ও  লাঠি দিয়ে বাইরাইতে থাকে মাটিতে লুটিয়ে পরে  তার ডাক চিৎকারে স্ত্রী মর্জিনা আগাইয়া আসলে এলিজা খাতুন চুলের মুটিতে ধরে মারপিট করে  গুরুতর আহত করে।


পরে স্থানীয়রা আহত  অবস্থায় উদ্ধার করে তাদের  ধোবাউড়া  হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ভূক্তভোগী দেশের খবরকে জানান  বড় ভাই বউ তার অন্ডকোষে  চেপেধরে  লুঙ্গি খোলে নিয়ে যায়। এতে তিনি মারাত্বক আহত হয়েছে এবং সম্পত্তির লোভে তাকে হত্যার পরিকল্পনা ছিল বলে জানায়।


ইতি মধ্যে ৪ জনকে আসামী করে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন



২৯ জানু, ২০২৫

ময়মনসিংহে মানবপাচারের মামলা ১৬৩, নিষ্পত্তি ২টি

ময়মনসিংহে মানবপাচারের মামলা ১৬৩, নিষ্পত্তি ২টি

 


ময়মনসিংহে এ পর্যন্ত মানবপাচারের ঘটনায় মামলা হয়েছে ১৬৩টি। কিন্তু ময়মনসিংহে মানবপাচার ট্রাইবুনাল না থাকার কারণে এর মধ্যে এখন পর্যন্ত মামলা নিষ্পত্তি হয়েছে মাত্র ২টি। তবে ময়মনসিংহে খুব দ্রুত সময়ের মধ্যে মানবপাচার ট্রাইব্যুনাল স্থাপিত হবে। বিষয়টি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসনের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ‘মানবপাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় বাংলাদেশ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো’ শীর্ষক ময়মনসিংহ বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান সংশ্লিষ্টরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন আয়োজিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক একেএম মাসুদ আলী। এ সময় তিনি বলেন, মানবপাচারের প্রকৃত সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। সামাজিক ও আইনি জটিলতার কারণে অনেক ভিকটিম মামলা করতে সাহস পান না। তবে অন্যান্য বিভাগের তুলনায় ময়মনসিংহ বিভাগে মানবপাচারের সংখ্যা তুলনামূলক কম।

তবে পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত ময়মনসিংহে ৫২টি, জামালপুরে ১২টি, নেত্রকোণায় ৮৯টি এবং শেরপুরে ১০টি মানবপাচারের মামলা দায়ের হয়েছে বলেও জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, মানবপাচারের ঘটনাগুলো কেস স্টাডি আকারে ডকুমেন্টেশন করা হলে জনসচেতনতা বাড়বে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলম বলেন, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা দেশের সীমান্তবর্তী হওয়ায় এসব উপজেলায় মানবপাচারের ঘটনা ঘটছে। এক্ষেত্রে বিজিবিকে আরও সক্রিয় হতে হবে। তবে এসব ঘটনা প্রচার ও প্রকাশের অভাবে অনেক সময় অজানাই থেকে যায়।

কর্মশালায় সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে মানবপাচারের ভিকটিমরা অনলাইনে অভিযোগ জমা দিতে পারবেন। এতে ভিকটিমদের হয়রানির শিকার হতে হবে না। অনলাইনে অভিযোগ ফর্ম পূরণের পর পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো স্বয়ংক্রিয়ভাবে তথ্য পেয়ে ভিকটিমকে সহায়তা করবে।

এ ছাড়া কর্মশালায় বিশেষ অতিথির মধ্যে আরও বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী এবং বিজিবি সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. হাসানুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান, শেরপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ, জামালপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশীদ, নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ খাতুন, জামালপুরের সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি আনোয়ারুল আজিজ টুটুলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

২৭ জানু, ২০২৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন ধোবাউড়া  থানার ওসি আল মামুন সরকার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার

 



মাহিম আল খোকন স্টাফ  রিপোর্টার ঃ

 ময়মনসিংহের ধোবাউড়া  থানার অফিসার ইনচার্জ (ওসি) ‘আল মামুন সরকার ’ যোগদানের পর অনেকটা পাল্টে গেছে ধোবাউড়া  থানা এলাকার চিত্র। কমেছে মাদক, জুয়া, চাঁদাবাজি, ছিনতাই, বাল্যবিবাহ, কিশোর অপরাধসহ নানা ধরনের অপরাধ। বেড়েছে সেবার মান। সেইসঙ্গে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বেড়েছে।


ওসি আল মামুন সরকার  বলেন, কখনো অন্যায়ের সঙ্গে আপোসও করবো না। যেখানেই অপরাধ সংগঠিত হবে সেখানেই আইন প্রয়োগ করে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই অপরাধীরা অপরাধ ছাড়ুন, না হয় এলাকা ছাড়ুন। সরেজমিনে দেখা যায়, একজন সেবা প্রার্থী ওসি কক্ষে প্রবেশ করতে অনুমতি চাইলে ওসি বলেন, আমি আপনাদের সেবক। ভেতরে আসতে অনুমতির প্রয়োজন নেই, ভেতরে আসুন।


থানা ফটক ও ওসি কক্ষের সামনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের আচরণে থানায় আসা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। আর এই সবটাই হচ্ছে বর্তমান ওসির সৎ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার সুফল।


অক্টোবর ২০২৪ ইং তারিখ  হইতে জানুয়ারি ২০২৫ ইং এই পর্যন্ত চোরা চালান ও মাদক মামলা ৩৪ টি, বালু ও মাটি আইনে ১টি, সড়ক দুর্ঘটনা ৫টি, নারী ও শিশু আইনে ৩টি,অন্যান্য ১৫ টি, মোট মামলা ৫৮ টি হয়েছে। 


সেবা নিতে আসা এক সেবা প্রার্থী বলেন, ওসি আল মামুন সরকার থানায় যোগদানের পর সব শ্রেণির মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করছেন। সব শ্রেণি পেশার মানুষকে পুলিশের সেবার আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সব অপরাধীদের জিরো টলারেন্স নীতির অনুসরণ করে বিভিন্ন অপারেশন পরিচালনা করে মাদক কারবারিসহ অনেক গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেপ্তার করেছেন। তিনি তার, সততা, ন্যায়নিষ্ঠা ও তার বুদ্ধিমত্তা দিয়ে তার দায়িত্বরত এলাকা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল বাজদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন।


২৫ জানু, ২০২৫

জুলাই-আগস্টে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলবে, আবেদন খারিজ

জুলাই-আগস্টে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলবে, আবেদন খারিজ

 



জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের করা আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিচার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

একই সঙ্গে মামলা থেকে অব্যাহতি
চেয়ে জিয়াউল আহসানের করা আবেদনও খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জুলাই-আগস্টের হত্যা, মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো কোনো আসামি ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। শুধু খালাসই চাননি বিচারিক প্রক্রিয়া অবৈধ দাবি করে আদালতে আবেদনও করেন তিনি।

একাধিক অভিযোগ নিয়ে কারাগারে থাকা সাবেক এ সেনা কর্মকর্তার আবেদনে বলা হয়, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের হত্যার বিচার চলতে পারে না। কেননা জুলাইয়ে যা হয়েছে তা যুদ্ধ নয়, রাজনৈতিক সংঘাত। শুধু তাই নয়-সরকার এবং বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এ সেনা কর্মকর্তা।

২৩ জানু, ২০২৫

ফেব্রুয়ারির মধ্যে জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘে প্রতিবেদন

ফেব্রুয়ারির মধ্যে জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘে প্রতিবেদন

 









জুলাই-আগস্টের আন্দোলনকালে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে  বলে জানিয়েছেন জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।


সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বুধবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা জানান।

ভলকার টুর্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশ পক্ষের সঙ্গে শেয়ার করা হবে, যা জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে করা হবে। টুর্ক বলেন, ছয়টি গুরুত্বপূর্ণ স্বাধীন সংস্কার কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ের মধ্যে প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক হতে পারে।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ইউএন মানবাধিকার প্রধানের সাহায্য কামনা করেন। তিনি বলেন, গত কয়েক মাসে মিয়ানমার থেকে নতুন রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

সম্পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে টুর্ক জানান, তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছেন, যার মধ্যে ইউএনের বিশেষ দূত জুলি বিশপও আছেন।

ড. ইউনূস মিয়ানমারের রাখাইন অঞ্চলে একটি ইউএন-পর্যবেক্ষিত নিরাপদ অঞ্চল গঠনের আহ্বান জানান, যাতে নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যায়।

তিনি রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন উচ্চ-স্তরের সম্মেলনের কথা উল্লেখ করে বলেন, এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর মধ্যে একটি হিসেবে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে।

সূত্র : বাসস।
ধর্ম নিয়ে দুই স্ত্রীর টানাটানিতে ১০ বছর ধরে ঢামেকের মর্গে স্বামীর মরদেহ

ধর্ম নিয়ে দুই স্ত্রীর টানাটানিতে ১০ বছর ধরে ঢামেকের মর্গে স্বামীর মরদেহ


ইসলাম ধর্ম অনুযায়ী দাফন নাকি হিন্দুধর্ম মতে সৎকার এই নিয়ে শুরু হওয়া নজিরবিহীন বিরোধের বিষয়টি ঢাকার আদালত হয়ে এখন বিচারাধীন হাইকোর্টে। দুই ধর্মের দুই স্ত্রীর টানাটানিতে ১০ বছর ধরে মরদেহটি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের হিমঘরে।

বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালতের রায় বাতিল প্রশ্নে মঙ্গলবার (২১ জানুয়ারি) রুলসহ বিষয় বস্তুর ওপর স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। ফলে হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মর্গের হিমঘরে থাকা লাশটি যে অবস্থায় আছে, সে অবস্থায়ই থাকবে বলে জানিয়েছেন দ্বিতীয় স্ত্রীর পক্ষের আইনজীবী মোহাম্মদ মিজানুল হক। আদালতে দ্বিতীয় স্ত্রীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও মোহাম্মদ মিজানুল হক।

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সাবেক শিক্ষিকা হাবিবা আকতার খানমের দাবি, খোকা চৌধুরী ওরফে রাজীব চৌধুরী ওরফে খোকন চৌধুরী ওরফে খোকন নন্দী ওরফে রনজিত নন্দী তার স্বামী ১৯৮০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হিসেবেই ২০১৪ সালে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তবে প্রথম স্ত্রী মীরা নন্দীর দাবি, তার স্বামী কখনই ইসলাম ধর্ম গ্রহণ করেননি।

ইসলাম ধর্ম অনুযায়ী দাফন নাকি হিন্দুধর্ম মতে সৎকার এই নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তৎকালীন রমনা থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বিরোধ মেটানোর চেষ্টা করে ব্যর্থ হলে এক পর্যায়ে বিষয়টি ঢাকার আদালত পর্যন্ত গড়ায়। দ্বিতীয় স্ত্রী হাবিবা খানম মামলা করলে ঢাকার সহকারী জজ আদালত ২০১৪ সালের ২৩ অক্টোবর লাশ বারডেম ব্যবস্থাপনায় ও তদারকিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষণের আদেশ দেন। আইনী লড়াইয়ের এক পর্যায়ে বিষয়টি এখন হাইকোর্টে বিচারাধীন।

আইনজীবী বলেন, দ্বিতীয় স্ত্রী হাবিবা খানমের ভাষ্য হচ্ছে, ১৯৮০ সালে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে এফিডেভিট করে রাজিব মুসলমান হয়ে খোকন চৌধুরী ওরফে খোকা চৌধুরী ওরফে রাজিব চৌধুরী নাম রাখেন। ১৯৮৪ সালের ১৫ জুলাই তাদের বিয়ে হয়। ধর্মান্তরিত হলেও ব্যবসার প্রয়োজনে তার স্বামী আগের নাম (খোকন নন্দী) ব্যবহার করতেন। অন্যদিকে, ধর্মান্তরিত হবার বিষয়টিকেই জাল দাবি করেছেন প্রথম স্ত্রী মীরা নন্দী।

২২ জানু, ২০২৫

 ★হারানো বিজ্ঞপ্তি ★

★হারানো বিজ্ঞপ্তি ★



নিজস্ব প্রতিনিধিঃ সাইফুল ইসলাম কনক 


 মোঃ রাকিবুল হাসান,বয়স ১৭ বছর,তাহার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না ১২ দিন যাবত, তার মোবাইল ফোন  বন্ধ রয়েছে । সে ঢাকা সাভার এলাকায় মাইকো গাড়ির ড্রাইভারি করতেন।  যদি কেউ সহৃদয় বান ব্যক্তি তার কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে এই  ঠিকানাতে  যোগাযোগ করবেন। ফোন নাম্বারঃ-০১৯৪৬২৭৪৪১১/০১৭৭১১১৩৫০০। পিতাঃ- আব্দুর রহমান মাতাঃ-রুকিয়া খাতুন, গ্রামঃ- কাশিনাথপুর, পোস্ট অফিসঃ- দুধনই বাজার,  ইউনিয়নঃ- পোড়াকান্দুলিয়া, উপজেলাঃ- ধোবাউড়া, জেলাঃ- ময়মনসিংহ, বিভাগ :- ময়মনসিংহ।


২১ জানু, ২০২৫

স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ, অধ্যাদেশ জারি

স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ, অধ্যাদেশ জারি


 উচ্চ আদালতের বিচারক নিয়োগ হবে স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে। এমন বিধান রেখে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব সিদ্ধান্ত ও উদ্যোগের কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট জারির কথা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘এতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে একটি কাউন্সিলের বিধান করা হয়েছে।

প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের দুজন বিচারক (একজন অবসরপ্রাপ্ত ও একজন কর্মরত), হাইকোর্টের দুজন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল নিয়ে ছয় সদস্যের এই কাউন্সিল গঠন করা হবে।

এই কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতের বিচারক নিয়োগের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, ‘এই কাউন্সিল নিজ উদ্যোগে সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ করবে। একই সঙ্গে যেকোনো মানুষ, যেকোনো আইনজীবী যাতে নিজের ইচ্ছায় আবেদন বা কারো নাম প্রস্তাব করতে পারেন, সেই ব্যবস্থা আছে। এই কাউন্সিল প্রাথমিক যাচাই-বাছাই করার পর সাক্ষাৎকার নেবে।

এই কাউন্সিলের নাম হবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।’

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “বিগত সরকারের আমলে যে অনাচার হতো, চরম মানবাধিকার লঙ্ঘন হতো, মানুষকে যে দমন-নিপীড়ন করা হতো, তার একটি বড় প্ল্যাটফরম ছিল উচ্চ আদালত। সেখানে মানুষ প্রতিকার পেত না। এর কারণ ছিল রাজনৈতিক সরকারগুলো উচ্চ আদালতে সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায়, অনেক ক্ষেত্রে অদক্ষ লোকদের বিচারক নিয়োগ দিত।

উচ্চ আদালতের নিয়োগ নিয়ে একজন সাবেক বিচারপতি ‘প্রলয় ঘটে গেছে’, এ ধরনের মন্তব্য করেছিলেন।”

তিনি বলেন, ‘উচ্চ আদালতে যদি স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিরা বিচারক হিসেবে নিয়োগ না পান, তাহলে দেশের ১৭ কোটি মানুষের মানবাধিকারের প্রশ্নটি অমীমাংসিত ও ঝুঁকির মধ্যে থেকে যায়। উচ্চ আদালতে স্বচ্ছ প্রক্রিয়ায় অভিজ্ঞ, দক্ষ ও দলনিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা বিচারক হিসেবে নিয়োগ হবে—এমন একটি চাহিদা সমাজে বহু বছর ধরে ছিল। এখন এ বিষয়ে আইন হয়েছে। একটি স্বচ্ছ ও জবাবদিহি প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারকেরা নিয়োগ পাবেন বলে আশা করি।