ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বাঘবেড় ইউপি ঝিগাতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই আলী আজগর (৩৫)কে কুপিয়ে আহত করেছেন বড় ভাই এমদাদুল হক (৫৫) ভাতিজা সবুজ আলী (২১) ও বড় ভাই বউ এলিজা খাতুন (৫০) এর বিরুদ্ধে।
অভিযোগ সৃত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তাদের তিন ভাইয়ের মাঝে জমির ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মাঝে বিরোধ চলে আসছিল সেই রেশ ধরে সোমবার দুপুরে জুলফিকারের কু- পরামর্শে এমদাদুল তার স্ত্রী সহ লোকলশকর নিয়ে আলী আজগরের বাড়িতে অনাধীকার প্রবেশ করে জোড়পূর্বক গাছ কর্তন করতে চাইলে ভূক্তভোগী নিষেধ করাই ক্ষিপ্ত হয়ে এক সাথে কোড়াল রড লাঠি দিয়ে এলোপাতারী কুপ ও লাঠি দিয়ে বাইরাইতে থাকে মাটিতে লুটিয়ে পরে তার ডাক চিৎকারে স্ত্রী মর্জিনা আগাইয়া আসলে এলিজা খাতুন চুলের মুটিতে ধরে মারপিট করে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাদের ধোবাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূক্তভোগী দেশের খবরকে জানান বড় ভাই বউ তার অন্ডকোষে চেপেধরে লুঙ্গি খোলে নিয়ে যায়। এতে তিনি মারাত্বক আহত হয়েছে এবং সম্পত্তির লোভে তাকে হত্যার পরিকল্পনা ছিল বলে জানায়।
ইতি মধ্যে ৪ জনকে আসামী করে ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন
0 coment rios: