অর্থনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অর্থনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৯ জানু, ২০২৫

ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য অটো চলাচল বন্ধ ঘোষণা

ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য অটো চলাচল বন্ধ ঘোষণা



ময়মনসিংহ নগরীতে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেছেন অটোচালকরা। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীতে বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ রেলওয়ে চত্বরে এক সমাবেশে অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেন চালকরা।

এর আগে ১৮ জানুয়ারি নগরীর যানজট নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট ছয়টি সড়কে (জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনারপাড়, সি.কে ঘোষ রোড, দূগার্বাড়ী রোড এবং স্বদেশী বাজার) ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে অটোচালক ও মালিকরা ক্ষুব্ধ হয়ে গত ১৯ জানুয়ারি কর্মবিরতির পালন করে জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে।

এ সময় কর্মবিরতি শেষে অটোচালকরা অবিলম্বে নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। কিন্তু জেলা প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল থাকায় আজ রোববার ফের আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন অটোচালকরা।

জেলা অটোবাইক মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমেদ সুজন জানান, নগরীর সব সড়কে পূর্বের ন্যায় অটো চলাচলের সুযোগ চায় চালকরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট ছয়টি সড়কে অটো চলাচল বন্ধ ঘোষণা করায় প্রতিবাদে অটোচালকরা অনির্দিষ্টকালের জন্য ব্যাটারিচালিত সব ধরনের অটোরিকশা ও মিশুক চলাচল বন্ধ ঘোষণা করেছে।

এর আগে আজ সকাল থেকে নগরীতে অটো চলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন অটোচালকরা।

২৩ জানু, ২০২৫

শিল্পী সমিতি থেকে বহিষ্কার অভিনেত্রী নিপুণ

শিল্পী সমিতি থেকে বহিষ্কার অভিনেত্রী নিপুণ

 










চিত্রনায়িকা নিপুণের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। এর আগে তার লন্ডন যাত্রা বাতিল হয়ে যায়। এবার জানা গেল আকাঙ্খিত শিল্পী সমিতি থেকে বহিষ্কার হয়েছেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। 

রোববার (১৯ জানুয়ারি) সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছে শিল্পী সমিতির সহ সভাপতি ও অভিনেতা ডিএ তায়েব।

জানা গেছে, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগ ছিল নিপুণের বিরুদ্ধে। গত বছর কোটাবিরোধী আন্দোলন চলাকালে ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। পরদিন সামাজিক মাধ্যমেও সেটি শেয়ার করেছিলেন তিনি। এ নিয়ে তখন নেটিজেনদের ব্যাপক তোপের মুখে পড়েন অভিনেত্রী।

গত বছরের ৩০ জুলাই মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কারণ দর্শানোর নোটিশ দিলেও অভিনেত্রী তা তোয়াক্কা করেননি; চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড।

এর পরিপ্রেক্ষিতে সমিতির প্যাড ব্যবহার ও সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ।
 
এর আগে গত ১০ জানুয়ারি বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় নিপুণকে আটক করা হয়। চিত্রনায়িকা নিপুণকে আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। তবে এ বিষয়ে নিপুণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা জানানো হয়নি। এর আগেও নিপুণ বিভিন্ন বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পেশাগত ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে।



টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৯ ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৯ ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত









 টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-৯ ন্যাশনাল কনফারেন্স, ২১ জানুয়ারী মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)তে অনুষ্ঠিত হয়েছে। এই দিনে, প্রতিযোগীদের মধ্যে ১০০ জনকে ভবিষ্যতের ইনোভেশন মাস্টারমাইন্ড হওয়ার জন্য ‘ইয়েস কার্ড’ প্রদান করা হয়। এছাড়াও, প্রতিযোগী ৪টি জোন থেকে ৫ জন করে শীর্ষ ২০ জন প্রতিযোগীকে ৫,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।

এর আগে, টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৯, প্রেজেন্টেড বাই সেন্ট্রো টেক্স লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউরো ডাই-সিটিসি – ৯ নভেম্বর, ২০২৪ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তার যাত্রা শুরু করে।

 

ন্যাশনাল কনফারেন্সে প্রতিযোগিতার জন্য সারা দেশের ২৫টি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২৫০০ এর বেশি শিক্ষার্থী টিটিএইচ ক্যাম্পাস ড্রাইভ এবং সেমিনারে অংশগ্রহণ করেছিলে। পরবর্তিতে ভিডিও অডিশন, ইনোভেশন আইডিয়া অডিশন এবং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রতিযোগীদের মধ্যে থেকে ১০০ জনকে নির্বাচিত করা হয়।

 

টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের সিওও ইউসুফ আবু আবদুল্লাহ "উদ্ভাবনের প্রস্তুতি" শীর্ষক একটি ট্রেইনিং সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন, টিটিএইচ জাজেস প্যানেলের চেয়ারম্যান প্রফেসর ড. আইয়ুব নবী খান, প্রো-ভিসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, এবং সদস্য সচিব মোহাম্মদ আব্বাস উদ্দিন (শিয়াক), সহকারী অধ্যাপক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।
নির্বাচিত এই ১০০ জন ভবিষ্যৎ ইনোভেশন মাস্টারমাইন্ডকে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের সাথে সংযুক্ত করা হবে এবং প্রশিক্ষণ ও গ্রুমিং, আইডিয়া অডিশন, অ্যাপটিটিউড টেস্ট এবং নিবিড় তত্ত্বাবধানে গবেষণা বা উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের ইনোভেশন মাস্টারমাইন্ডে রূপান্তরিত করা হবে।
টেক্সটাইল ট্যালেন্ট হান্ট টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের ৩০টিরও বেশি অংশীদার কারখানাকে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের তত্ত্বাবধানে প্রকল্পগুলি সম্পন্ন করার জন্য সম্পৃক্ত করবে। প্রকল্পগুলি টেক্সটাইল এবং পোশাক শিল্পে তাৎক্ষণিক ফলাফল প্রদান করবে। ইন্ডাস্ট্রি এক্সপার্ট, শিক্ষাবিদ এবং টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের নিজস্ব সমন্বয়কারীরা এই প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য কাজ করবেন।

 

সেরা ১০০ ইনোভেশন মাস্টারমাইন্ড ৩০ লাখ টাকা সমামানের প্রশিক্ষণ পাবেন। এবং তারা অতিরিক্ত ১২ লাখ টাকা পর্যন্ত বৃত্তি পাবে।
প্রতিযোগিতার পর, গ্র্যান্ড ফিনালেতে গ্রুপ এবং ব্যক্তিগত উভয় বিভাগে চ্যাম্পিয়ন এবং প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপদের মোট ৬,৫০,০০০ টাকা প্রাইজমানি দেওয়া হবে।

 

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে দুটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয় - ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ এবং ইনোভেশন পার্টনারস প্যানেল ডিসকাশন। অধ্যাপক ইঞ্জিনিয়ার এম এ কাশেম, প্রাক্তন উপাচার্য, বুটেক্স; অধ্যাপক ড. আইয়ুব নবী খান প্রো-ভিসি, বিইউএফটি; ড. এ এন এম আহমেদ উল্লাহ, সহযোগী অধ্যাপক, সাউথইস্ট ইউনিভার্সিটি; জি.এম. ফয়সাল, সহযোগী অধ্যাপক, নর্দার্ন ইউনিভার্সিটি; ইঞ্জিনিয়ার আসিফ মুহাম্মদ সামি, বিশিষ্ট শিল্প পরামর্শদাতা, ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন (শিয়াক), সহকারী অধ্যাপক, বুটেক্স এবং ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, সদস্য সচিব, আইটিইটি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ প্যানেল ডিসকাশনে অংশগ্রহন করেন। তারা সকলেই টেক্সটাইল শিল্পে উদ্ভাবনের গুরুত্বের উপর জোর দেন। তারা টেক্সটাইল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মাধ্যমে টেক্সটাইল শিল্পে এই ধরনের উদ্ভাবনকে অনুপ্রাণিত করার জন্য টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের প্রশংসা করেন।
ইনোভেশন পার্টনারস প্যানেল আলোচনায়, ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জামান নাসিম সিআইপি, যুগ্ম আহ্বায়ক আইটিইটি এবং ব্যবস্থাপনা পরিচালক,মাইক্রো ফাইবার গ্রুপ; ড. হাসিব উদ্দিন, চেয়ারম্যান, এপিএস গ্রুপ; ইঞ্জিনিয়ার মো. আবদুস সোবহান সিআইপি, ব্যবস্থাপনা পরিচালক আউকো-টেক্স গ্রুপ; মাহবুব আলম মিল্টন, নির্বাহী পরিচালক, মাসকো গ্রুপ; ইঞ্জিনিয়ার শামীম রহমান, পরিচালক, সাউথ ওয়েস্ট কম্পোজিট লিমিটেড; ইঞ্জিনিয়ার শফি উদ্দিন, সিওও (অপারেশন) অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড; মো. আজহার আলী, সিওও, সালমা গ্রুপে এবং সুলতান মাহবুবুল হক, পরিচালক (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স), ফকির ফ্যাশন উপস্থিত ছিলেন। ফ্যাক্টরি পার্টনার হিসাবে তারা টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৯-এর সকল প্রতিযোগীকে নিজ নিজ প্রকল্প বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

 

টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের প্রতিষ্ঠাতা ও সিইও তারেক আমিন প্যানেল আলোচনা সঞ্চালনা করেন।
টেক্সটাইল ট্যালেন্ট হান্ট টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা শিল্প খাতে উদ্ভাবনকে অনুপ্রাণিত করে। টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ৯ এর টাইটেল স্পন্সর সেন্ট্রো টেক্স লিমিটেড, পাওয়ার্ড বাই স্পন্সর ইউরোডাই-সিটিসি, প্লাটিনাম স্পনসর ডাইসিন গ্রুপ এবং সিএইচটি , ডায়মন্ড স্পন্সর আপনা অর্গানিকস প্রাইভেট লিমিটেড, প্রাইজ মানি স্পন্সর কোটস, গোল্ড স্পনসর সামিট ডাই কেম এবং স্পনসর ডেনিম সলিউশন যেখানে রিসার্চ পার্টনার ট্রান্সফার কেমিক্যালস, অ্যাসোসিয়েশন পার্টনার জিআইজেড এবং নেটওয়ার্ক পার্টনার টেক্সমেটা।

২১ জানু, ২০২৫

কেন ভ্যাট বাড়ানো হয়েছিল কিছুদিন পর জানতে পারবেন

কেন ভ্যাট বাড়ানো হয়েছিল কিছুদিন পর জানতে পারবেন


 দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে যখন হাঁসফাঁস অবস্থা, তখন ৬৫টি সেবা ও পণ্যের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানো হয়েছে।এই ভ্যাট আরোপ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বাজেটে ভ্যাট ও কর ভালোভাবে সমন্বয় করা হবে।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে সাংবাদিকরা ভ্যাট বাড়ানোর প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কেন ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়েছিল কিছুদিন পর তা জানতে পারবেন। তবে আগামী বাজেটে ভ্যাট ও কর ভালোভাবে সমন্বয় করা হবে। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ভ্যাট যে পর্যায়ে বাড়ানো হয়েছে তাতে কি এমন যে পণ্যের মূল্য বাড়তে পারে। ওষুধ, মোবাইল, ফলের রসে কমানো হয়েছে। অথচ দুধের দাম বেড়েছে। এটাতো বাড়ার কথা নয়।

এর আগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ‘বিশেষ ওএমএস’ কর্মসূচির আওতায় সরাসরি কৃষিপণ্য ও সংশ্লিষ্ট সেবার ভূতাপেক্ষ (অতীতের কোনো সময়ে কার্যকর ধরে) অনুমোদন দেওয়া হয়েছে। এরপর ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এতে ইউরিয়া সার ও পল্লী বিদ্যুতের জন্য স্টিল ক্রস আর্ম কেনার সিদ্ধান্ত হয়। দুটি বৈঠকে সভাপতিত্ব করেছেন অর্থ উপদেষ্টা।

এ সময় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক: চার দেশ ও স্থানীয় বাজার থেকে ৭৫৬ কোটি টাকার সার আমদানি ও কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয় এ কমিটির বৈঠকে। এ সারের পরিমাণ ১ লাখ ৫০ হাজার টন, যার মধ্যে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া ও ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড। 

সার কেনার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের বাফার মজুদ কমে গেলে বেসরকারি পর্যায়ে সারের মূল্যবৃদ্ধি করা হয়। এ জন্য আজকের বৈঠকে আমদানির অনুমতি দিয়ে মজুদ আরও বেশি করা হচ্ছে।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লি. থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া আমদানি করা হবে। ব্যয় হবে ১৩২ কোটি টাকা। এছাড়া সৌদি আরবের সাবিক অ্যাগ্রো-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া আনা হবে। ব্যয় হবে ১৩২ কোটি টাকা। পাশাপাশি রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার অ্যানার্জি মার্কেটিং থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১৩৯ কোটি টাকা। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ব্যয় হবে ১২৯ কোটি টাকা। 

ওই বৈঠকে চট্টগ্রামের টিএসপিসিএলের জন্য আরব আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডইর থেকে ১০ হাজার টন ও চীনের মেসার্স গুয়াংজি পেঙ্গুয়ে ইকো-টেকনোলজি কোং লি. থেকে ২০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২২৪ কোটি টাকা।

এ ছাড়া পল্লী বিদ্যুতের জন্য ৭০ কোটি টাকার স্টিল ক্রস আর্ম কেনার সিদ্ধান্ত হয়। ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের (বাপবিবো) বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ৩ লাখ ১৭ হাজার ৭১২টি স্টিল ক্রস আর্ম কেনা হবে।