স্টাফ রিপোর্টার, মাহিম আল খোকন
ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় তৈরি ২০ বোতল মদসহ পার্লস গাঘ্রা (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) দুপুরে উপজেলার মুন্সিরহাট এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সাবিক হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিরহাট ফাজিল মাদ্রাসার সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এক ব্যক্তি পিঠে একটি কালো ব্যাগ এবং হাতে লাল-কালো মিশ্রিত আরেকটি ব্যাগ নিয়ে এরশাদ বাজার থেকে মুন্সিরহাট বাজারের দিকে আসছিলেন। চেকপোস্টের সামনে আসার পর পুলিশ তাকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। তবে সঙ্গে থাকা ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
পরে তার কাছে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২০ বোতল ভারতীয় তৈরি মদ পাওয়া যায়। এসব মদের বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, ‘আটক পার্লস গাঘ্রার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ময়মনসিংহের পুলিশ সুপার ও হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
0 coment rios: