নিজস্ব প্রতিবেদক, মাহিম আল খোকন
“স্বাধীনতা-পরবর্তী চরম সংকটময় সময়ে জাতি যখন দিশেহারা, তখন দূরদর্শী নেতৃত্বে দেশকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে ফিরিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান”—এ কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "একাত্তরে জীবন বাজি রেখে যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন, তেমনি ’৭৫-পরবর্তীকালে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে নিজের জীবন উৎসর্গ করেছেন শহীদ জিয়া। তিনি ছিলেন সূর্যসম বিজয়ী বীর, ছিলেন সংকটের অন্ধকারে জাতির একমাত্র দিশারি।"
সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এমরান প্রিন্স বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকার আদৌ নির্বাচন চায় কি না, তা আজ জাতির কাছে প্রশ্ন। বিদেশে বসে ড. মুহম্মদ ইউনূস বিএনপিকে ইঙ্গিত করে যে মন্তব্য করেছেন, তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং সত্যের অপলাপ। নিবন্ধনবিহীন দুই দলের প্রতি এ প্রেমের কারণ জাতি জানতে চায়।"
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচনের প্রশ্নে কোনো ধোঁয়াশা জনগণ মেনে নেবে না। এ দেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। তারা ভোটের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। নির্বাচন ছাড়া ক্ষমতা ধরে রাখার চেষ্টা করা হলে জনগণ রাস্তায় নামবে, রুখে দাঁড়াবে।”
আলোচনা সভার শুরুতেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জি এম আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মনিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, আবদুল ওয়াহেদ তালুকদার, সোলায়মান সরকার, হুমায়ূন কবীর, আবদুল মোমেন সুমন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, যুবদল নেতা ফারুক হোসাইন ও ছাত্রদল আহ্বায়ক জালাল উদ্দিন।
0 coment rios: