ধোবাউড়া, ময়মনসিংহ | নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্রায় ৭০০ মসজিদের ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সমাজসেবক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
মঙ্গলবার ধোবাউড়া দারুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের মাধ্যমে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম সংগঠনের সভাপতি মুফতি ফজলুল হক এবং সঞ্চালনা করেন ধোবাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সালমান ওমর রুবেল বলেন, “ইমামরা সমাজের আলোকবর্তিকা। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। এই ঈদ উপহার তাদের জন্য ছোট্ট এক শুভেচ্ছা।”
স্থানীয় ইমামগণ এ উপহার পেয়ে আনন্দিত হন এবং সালমান ওমর রুবেলের জন্য দোয়া করেন।
0 coment rios: