৩ জুন, ২০২৫

ঈদে অতিরিক্ত ভাড়া ও হাটে চাঁদাবাজি রোধে ধোবাউড়া প্রশাসনের উদ্যোগ।

 


প্রতিনিধি :মাহিম আল খোকন 

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত যাত্রীভাড়া ও পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায় রোধে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল-মামুন সরকার, পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, বাজার ইজারাদার, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সভায় আসন্ন ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ রাখতে সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ময়মনসিংহ থেকে ধোবাউড়া সিএনজি ভাড়া ২৩০ টাকা, বাস ভাড়া ১৫০ টাকা এবং ঢাকা থেকে ধোবাউড়া পর্যন্ত বাস ও মাইক্রোবাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এই নির্ধারিত ভাড়া ঈদের আগে ও পরে, অর্থাৎ ৯ থেকে ১৫ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

নির্বাহী অফিসার নিশাত শারমিন বলেন, “ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত ও পশু কেনাবেচা করতে পারে, সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ব্যাহত না হয়, সেদিকেও প্রশাসন সতর্ক থাকবে।”

সভায় অংশগ্রহণকারীরা ঈদে অতিরিক্ত ভাড়া আদায় ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: