প্রতিনিধি : মাহিম আল খোকন
ময়মনসিংহের ধোবাউড়া সদর বাজারে স্বর্ণের দোকানগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই। আজ (মঙ্গলবার) দুপুরে পরিচালিত এ অভিযানে অননুমোদিত যন্ত্রপাতি ব্যবহার, ওজন ও পরিমাপে প্রতারণা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০টি মামলায় মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে বিএসটিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ধোবাউড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
0 coment rios: