রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৩০ জুন, ২০২৫

 ১২ বছর পর রায়, ২০১৩ সালের রাজনৈতিক মামলায় অধ্যাপক কাজলসহ ৪৬ আসামি খালাস

১২ বছর পর রায়, ২০১৩ সালের রাজনৈতিক মামলায় অধ্যাপক কাজলসহ ৪৬ আসামি খালাস


 ১২ বছর পর রায়, ২০১৩ সালের রাজনৈতিক মামলায় অধ্যাপক কাজলসহ ৪৬ আসামি খালাস

স্টাফ রিপোর্টারঃ

২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতার সময় দায়ের হওয়া বহুল আলোচিত মামলায় দীর্ঘ ১২ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে ময়মনসিংহের ধোবাউড়ার বিশিষ্ট শিক্ষাবিদ ও ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজলসহ মোট ৪৬ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৩০ জুন) ময়মনসিংহের একটি আদালতের বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ মে বিএনপি-জামায়াত জোটের হরতাল চলাকালে হালুয়াঘাটে সহিংসতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলায় তৎকালীন শিক্ষক, জনপ্রতিনিধি, পেশাজীবীসহ স্থানীয় ৪৬ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, সড়ক অবরোধ, পুলিশের কাজে বাধা প্রদান ও নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে ছিলেন বর্তমান ধোবাউড়া  ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি  অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজল, সাবেক চেয়ারম্যান গাজিউর রহমান, প্রফেসর রুকুনুজ্জামান রুবেল, সুজন তালুকদার, মুশফিক তালুকদার, লুৎফর ফকির, এমদাদ ফকির, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল, মারফত আলী, কামরুল হাসান সুমন, জনি, এনামুল, এমদাদ বিশ্বাসসহ অনেকে।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত বলেন, “রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। সাক্ষ্য ও উপস্থাপিত আলামতে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু পাওয়া যায়নি।”

রায় ঘোষণার পর অধ্যাপক কাজল বলেন, “এটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা। ১২ বছর ধরে হয়রানির শিকার হয়েছি। অবশেষে ন্যায়বিচার পেয়েছি। আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আক্তার হোসেন বলেন, “এই মামলার শুরু থেকেই এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। আজ সত্যের জয় হয়েছে।”

খালাসপ্রাপ্ত অন্য আসামিরাও সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে তারা সামাজিকভাবে আবার সম্মান ফিরে পেয়েছেন।

রায়কে ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই একে আইনের শাসন প্রতিষ্ঠার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। অন্যদিকে খালাসপ্রাপ্তদের পরিবার ও শুভানুধ্যায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

৩ জুন, ২০২৫

ধোবাউড়ায় ৭০০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সালমান ওমর রুবেল

ধোবাউড়ায় ৭০০ ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সালমান ওমর রুবেল

 


 ধোবাউড়া, ময়মনসিংহ | নিজস্ব প্রতিবেদক


ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্রায় ৭০০ মসজিদের ইমামের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সমাজসেবক আলহাজ্ব সালমান ওমর রুবেল।

মঙ্গলবার  ধোবাউড়া দারুল উলুম মাদ্রাসা মাঠে  অনুষ্ঠানের মাধ্যমে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম সংগঠনের সভাপতি মুফতি ফজলুল হক এবং সঞ্চালনা করেন ধোবাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সালমান ওমর রুবেল বলেন, “ইমামরা সমাজের আলোকবর্তিকা। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। এই ঈদ উপহার তাদের জন্য ছোট্ট এক শুভেচ্ছা।”

স্থানীয় ইমামগণ এ উপহার পেয়ে আনন্দিত হন এবং সালমান ওমর রুবেলের জন্য দোয়া করেন।

৩০ মে, ২০২৫

সংকটে জাতির দিশারি ছিলেন জিয়াউর রহমান” — এমরান সালেহ প্রিন্স

সংকটে জাতির দিশারি ছিলেন জিয়াউর রহমান” — এমরান সালেহ প্রিন্স



নিজস্ব প্রতিবেদক, মাহিম আল খোকন 

“স্বাধীনতা-পরবর্তী চরম সংকটময় সময়ে জাতি যখন দিশেহারা, তখন দূরদর্শী নেতৃত্বে দেশকে স্থিতিশীলতা ও উন্নয়নের পথে ফিরিয়ে এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান”—এ কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, "একাত্তরে জীবন বাজি রেখে যেমন স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন, তেমনি ’৭৫-পরবর্তীকালে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে নিজের জীবন উৎসর্গ করেছেন শহীদ জিয়া। তিনি ছিলেন সূর্যসম বিজয়ী বীর, ছিলেন সংকটের অন্ধকারে জাতির একমাত্র দিশারি।"

সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এমরান প্রিন্স বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকার আদৌ নির্বাচন চায় কি না, তা আজ জাতির কাছে প্রশ্ন। বিদেশে বসে ড. মুহম্মদ ইউনূস বিএনপিকে ইঙ্গিত করে যে মন্তব্য করেছেন, তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং সত্যের অপলাপ। নিবন্ধনবিহীন দুই দলের প্রতি এ প্রেমের কারণ জাতি জানতে চায়।"

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচনের প্রশ্নে কোনো ধোঁয়াশা জনগণ মেনে নেবে না। এ দেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। তারা ভোটের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। নির্বাচন ছাড়া ক্ষমতা ধরে রাখার চেষ্টা করা হলে জনগণ রাস্তায় নামবে, রুখে দাঁড়াবে।”

আলোচনা সভার শুরুতেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও এতিম শিশুদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জি এম আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মনিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, আবদুল ওয়াহেদ তালুকদার, সোলায়মান সরকার, হুমায়ূন কবীর, আবদুল মোমেন সুমন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, যুবদল নেতা ফারুক হোসাইন ও ছাত্রদল আহ্বায়ক জালাল উদ্দিন।

২৩ মে, ২০২৫

ধোবাউড়ায় খেলাফত মজলিসের কমিটি গঠন

ধোবাউড়ায় খেলাফত মজলিসের কমিটি গঠন

 


 প্রতিনিধি :মাহিম  আল খোকন 

ধোবাউড়া (ময়মনসিংহ), ২৩ মে: ধোবাউড়া উপজেলা শাখার খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় ধোবাউড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শুরা অধিবেশনে এ কমিটি গঠিত হয়।

কমিটিতে মুফতি ইসমাইল হোসেন সভাপতি এবং মাওলানা হাবিবুর রহমান শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন জনাব সাজ্জাদুর রহমান সবুজ এবং দফতর সম্পাদক মাওলানা জামাল উদ্দিন। গোপন ভোটের মাধ্যমে মোট ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ও বিশেষ বক্তা ছিলেন ময়মনসিংহ মহানগর (ধোবাউড়া-হালুয়াঘাট) শাখার সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ।

নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম। পরে নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে তিনি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ মে থেকে ৩০ মে পর্যন্ত মাসব্যাপী দাওয়াত ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন ময়মনসিংহ-০১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

২২ মে, ২০২৫

আন্দোলন ঠেকানো যাবে না, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে: এমরান সালেহ প্রিন্স

আন্দোলন ঠেকানো যাবে না, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে: এমরান সালেহ প্রিন্স

 




প্রতিনিধি: মাহিম আল খোকন 

ডিসেম্বরে জাতীয় নির্বাচন না হলে জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে—এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “এটি শুধু একটি দলের দাবি নয়, এ দেশের সাধারণ মানুষের দাবি। নির্বাচন ঠেকাতে চাইলে বড় বিপর্যয় এড়ানো যাবে না।”


বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে জনগণ আন্দোলনে নামবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না।”


সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আনিছুর রহমান মানিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় ছিল উৎসবমুখর পরিবেশ।

২০ মে, ২০২৫

যুবদলে নতুন নেতৃত্বে ফারুক হোসাইনকে চায় তৃণমূল

যুবদলে নতুন নেতৃত্বে ফারুক হোসাইনকে চায় তৃণমূল

 


নিজস্ব প্রতিবেদক : মাহিম আল খোকন 

দলীয় আদর্শ রক্ষায় রাজপথে অগ্রভাগে থাকা এবং সংগঠনের প্রতি নিঃস্বার্থ নিষ্ঠার কারণে ধোবাউড়া উপজেলার রাজনৈতিক অঙ্গনে যে কজন নেতার নাম শ্রদ্ধাভরে উচ্চারিত হয়, তাদের মধ্যে অন্যতম ফারুক হোসাইন। সদ্য বিদায়ী ছাত্রদল নেতা হিসেবে তার নেতৃত্ব, সাহসিকতা ও ত্যাগ আজ তৃণমূল নেতাকর্মীদের কাছে অনুপ্রেরণার নাম।


তৃণমূলের দাবি, একজন পরীক্ষিত, সংগঠিত এবং বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন ধোবাউড়া উপজেলা যুবদলের নতুন যাত্রায়। আর সেই নেতৃত্বে তারা দেখতে চান ফারুক হোসাইনকে সদস্য সচিব হিসেবে।


ধোবাউড়া উপজেলা যুবদলের একাধিক নেতাকর্মী জানান, “ফারুক ভাই শুধু মিছিল-মিটিংয়ে ছিলেন না, তিনি ছিলেন রাজপথের সম্মুখ সারিতে। তার মতো নেতৃত্ব আমাদের সংগঠনের জন্য এখন সবচেয়ে জরুরি।”


তারা আরও বলেন, “যখন অনেকে পিছিয়ে ছিলেন, তখন ফারুক ভাই বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়েছেন। তার সংগ্রামী ভূমিকা, নিঃস্বার্থ ত্যাগ এবং সংগঠনের প্রতি একাগ্রতা তাকে আলাদা করে চিহ্নিত করেছে।”


এ বিষয়ে ফারুক হোসাইন নিজেও সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, “আমি সবসময় দলের আদর্শের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। দায়িত্ব পেলে আমি যুবদলের জন্য আরও আন্তরিকভাবে কাজ করবো।”


রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, এমন একজন পরিশ্রমী ও নেতৃত্বদানে সক্ষম নেতার আগমন ধোবাউড়া উপজেলা যুবদলে নতুন গতি ও প্রেরণা আনতে পারে।

১৫ এপ্রি, ২০২৫

ধোবাউড়ায় বিএনপির উপজেলা কমিটির প্রথম সভা

ধোবাউড়ায় বিএনপির উপজেলা কমিটির প্রথম সভা

 


সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য ময়মনসিংহের ধোবাউড়া নবগঠিত বিএনপির উপজেলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ধোবাউড়া প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা বিএনপি আহবায়ক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে সদস্য সচিব আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, জাকিরুল ইসলাম টুটন, হূমায়ুন কবির সরকার, আবুল হাশেম, হাবিবুর রহমান, মাহবুবুল আলম বাবুল,সোলাইমান সরকার, আব্দুল মোমেন শাহীনসহ উপজেলা বিএনপির সদস্য বৃন্দ। সভায় কঠোরভাবে দলীয় শৃঙ্খলা মেনে চলা এবং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দ্রুত কর্মী সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়।

২৫ মার্চ, ২০২৫

ধোবাউড়া বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধোবাউড়া বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 


বাংলাদেশ বিএনপি ময়মনসিংহ ধোবাউড়া উপজেলা শাখা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত ইফতার মাহফিলের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মাজহারুল আহসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা ও ধোবাউড়া-হালুয়াঘাট আসনে সাবেক সংসদ সদস্য এবং আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আফজাল এইচ্ খাঁন। প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পোড়াকন্দুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য খন্দকার আক্কাছ, কবিরুল ইসলাম টুটুল, নজরুল ইসলাম সরকার, এইচ.এম. এডভোকেট জোবায়ের সোহাগ, আব্দুল হামিদ, সাদেকুর রহমান সরকার, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল-মামুন সরকার, ওসি তদন্ত মোজাম্মেল হক প্রমুখ।

১১ মার্চ, ২০২৫

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

 


স্টাফ  রিপোর্টার :-মাহিম আল খোকন 


ধোবাউড়ায় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এসভা অনুষ্ঠিত হয়।আয়োজিত পরিচিত সভায় নবগঠিত ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহবায়ক, জিএম আজাহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে সদস্য সচিব আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক,অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলার একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন,ফরহাদ রব্বানী সুমন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার,টুটন চেয়ারম্যান  আব্দুল ওয়াহেদ তালুকদার, গাজিউর রহমান গাজী, হাবিবুর রহমান,আব্দুল মোমিন শাহীন, সোলাইমান সরকার,আবুল হাসেম এছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১০ মার্চ, ২০২৫

আওয়ামীলীগের আমলেআজ ধোবাউড়া উপজেলা বিএনপি উদ্যোগে আলেম-উলামা-ইমাম ও এতিমদের সম্মানে ইফতার & দোয়া মাহফিল আয়োজন।

আওয়ামীলীগের আমলেআজ ধোবাউড়া উপজেলা বিএনপি উদ্যোগে আলেম-উলামা-ইমাম ও এতিমদের সম্মানে ইফতার & দোয়া মাহফিল আয়োজন।

 




বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন,আওয়ামীলীগের আমলে আলেম ওলামারা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, তখন কোন ধর্ম কর্মের স্বাধীনতা ছিল না বিএনপি ধর্মে কর্মে বিশ্বাসী। আমরা আওয়ামীলীগের মতো নাস্তিকতায় বিশ্বাস করি না। এসময় তিনি আরও বলেন তখন ওয়াজ মাহফিলের কোন স্বাধীনতা ছিল না। রবিবার সন্ধায় ময়মনসিংহের ধোবাউড়ায় আলেম, উলামা, ইসলামি চিন্তাবিদ, ইমাম ও এতিমদের সাথে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে সদস্য সচিব আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলহাজ মফিজ উদ্দিন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন,ফরহাদ রব্বানী সুমন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, আব্দুল ওয়াহেদ তালুকদার, গাজিউর রহমান গাজী, হাবিবুর রহমান,আব্দুল মোমিন শাহীন, সোলাইমান সরকার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, সহ সম্পাদক ফারহাদ আল রাজি, আমিনুল ইসলাম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ চৌধুরী, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, উপজেলা আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব কামরুল হাসান, কৃষক দলের আহবায়ক নয়ন মন্ডল, জেলা ছাত্রদলের সহ সম্পাদক ফারুক হোসাইন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, মৎস্যজীবী দলের আহবায়ক মিজানুর রহমান মানিক, সদস্য সচিব শামীম মিয়া প্রমুখ।

১ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ



 রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। এই দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে

নতুন রাজনৈতিক দলের ঘোষণা

শুক্রবার (তারিখ উল্লেখ করুন) দলটির আনুষ্ঠানিক ঘোষণার সময় উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার

তিনি বলেন,‘ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমরা দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ।’

এরপর জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি

  • সিনিয়র যুগ্ম আহ্বায়ক: শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিল
  • সিনিয়র যুগ্ম সদস্য সচিব: ডা. তাসনিম জারা, নাফিসা সরওয়ার রিভা
  • দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক: হাসনাত আব্দুল্লাহ
  • উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক: সারজিস আলম
  • মুখ্য সমন্বয়ক: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক: আবদুল হান্নান মাসউদ

নাহিদ ইসলামের বক্তব্য

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সাম্যের কথা বলতে চাই। আমরা পেছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজ এখানে একত্রিত হয়েছি।’

২৭ ফেব, ২০২৫

অনতিবিলম্বে জাতীয় নির্বাচন দিন: সরকারকে ফখরুল

অনতিবিলম্বে জাতীয় নির্বাচন দিন: সরকারকে ফখরুল

 



মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‌‌‌‘আমরা দ্রুত নির্বাচন চাই। আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই।’

অনিশ্চয়তা দূর করে অনতিবিলম্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‌‌‌‘আমরা দ্রুত নির্বাচন চাই। আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই।’

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার দুটি জনসভায় তিনি এসব কথা বলেন।

20240401094231.gif

সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও সুস্পষ্ট নির্বাচনি রোডম্যাপের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ নির্বাচনি ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে।’

রাষ্ট্রীয় সংস্কারে দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে লাকসাম স্টেডিয়ামে এ সমাবেশের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম।

ওই সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল মো. আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন।

২৩ ফেব, ২০২৫

নতুন দলে পরিবারতন্ত্র থাকবে না: সারজিস আলম

নতুন দলে পরিবারতন্ত্র থাকবে না: সারজিস আলম

 সংগৃহীত ছবি

তরুণদের নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে কোনো পরিবারতন্ত্র থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘বাপ নেতা হলে ছেলে নেতা হবে—এই ট্র্যাডিশন (ধারা) আর থাকবে না। আপনি যোগ্য হলে আমরা চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব।’শনিবার(২২ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিআইসিসিতে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

‘সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ’র 

ব্যানারে মতবিনিময় সভাটির আয়োজন করা হয়।

সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নতুন রাজনৈতিক দলে স্বাগত জানিয়ে সারজিস আলম বলেন, ‘নতুন বাংলাদেশের, নতুন চিন্তাধারার রাজনীতির কথা ছড়িয়ে দিন। আপনাদের দায়িত্ব নিতে হবে। ভোটের রাজনীতিতে আসুন। এই রাজনীতি যেন জনগণের রাজনীতি হয়। আপনারা একজন চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর বা এমপি-মন্ত্রী হয়ে উঠুন।’

চাঁদাবাজি, দখলবাজি ও ঘুষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, ‘খুনি শেখ হাসিনা পালিয়ে গেছেন; কিন্তু তার যে চর্চা, ১৬ বছর ধরে তার যে একটা সিস্টেম; অতীতের রাজনৈতিক শক্তিগুলো এই সিস্টেম জারি রাখতে চায়। ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমগুলোকে প্রতিহত করতে হবে।’

মতমিনিময় সভায় আরও বক্তব্য দেন— জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল রুকন, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন খালেদ হোসাইন।

জাতীয় নাগরিক কমিটির নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন— সারোয়ার তুষার, নিজাম উদ্দিন, মনিরা শারমীন, আতিক মুজাহিদ, হাফেজ আকরাম হোসাইন, আদিব আরিফ প্রমুখ। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যে আরও বক্তব্য দেন— তাসবির আহমেদ, মেহেদী হাসান, শুভ আফ্রিদি প্রমুখ।

সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত করার এবং ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন।


১৯ ফেব, ২০২৫

 ধোবাউড়ায় তাঁতী দলের  ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত

ধোবাউড়ায় তাঁতী দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা : 

ধোবাউড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তা বাদী তাঁতী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  কেক কেটে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা তাঁতী দলের, আহ্বায়ক মোঃ উসমান গনি সরকার ও ১ নং যুগ্ন আহবায়ক মোঃসাইফুল ইসলাম কনক, যুগ্ন আহবায়ক মোঃ সেলিম মিয়া, যুগ্ন আহবায়ক আঃ সাত্তার, সদস্য সচিব মোঃ নুর উদ্দিন হাসান শাহ, আরো উপস্থিত ছিলেন বর্তমান উপজেলা বিএনপি'র আহ্বায় অধ্যাপক জে এম আজহারুল ইসলাম  (কাজল) যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস, যুগ্ন আহবায়ক আব্দুল মোমিন শাহিন, সম্মানিত সদস্য মোঃ নয়ন মন্ডল,  যুবদলের আবুল কাসেম ডলার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন দেলু , মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ শামীম মিয়া,৪ নং পোড়াকান্দুলিয়া ইউনিয়নের মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ চানু মিয়া,আরো অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়া ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৪ ফেব, ২০২৫

হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা-পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা-পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

 



ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই আহ্বায়ক কমিটি হালুয়াঘাটে ১১৭, ধোবাউড়া ১০১ এবং হালুয়াঘাট পৌরসভায় ৯৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়। 


সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. আসলাম মিয়া বাবুল আহ্বায়ক ও  আবুল হাসনাত বদরুল কবিরকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া মো. আরফান আলী, সালমান ওমর রুবেল, অধ্যাপক আমজাদ আলী, মো. আলী আশরাফ, মুক্তিযোদ্ধা মো. কাজীম উদ্দিন, মো. আবদুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, শফিকুর রহমান, সাবজাল হোসেন খান, মোনায়েম হোসেন খান, খোকন তালুকদার, মোজাম্মেল হক খান, আজিজুল আহসান, সাজ্জাদ হোসেন খান হিরাকে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য করা হয়েছে ১০১ জনকে।



হালুয়াঘাট পৌর বিএনপি: হালুয়াঘাট পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে হানিফ মোহাম্মদ শাকের উল্লাহকে আহ্বায়ক এবং মো. আবদুল আজিজ খানকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া মো. আলমগীর কবির বিপ্লব, মো. সুলতান মহিউদ্দিন ,মো. হাবিবুর রহমান, মো. হুমায়ুন কবির, ইসাক আলী, ডা. ইমাম উদ্দিন আহমেদ ইমাম, মনিরুজ্জামান স্বাধীন, শামছুল আলম সামস, মো. সিদ্দিক হোসেন মুল্লা, হামিদুর রহমান, তাজিকুল ইসলাম, আনোয়ার হোসেন, ডা. আবুল কাশেম মেম্বার, মোকলেছুর রহমান, দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি, মো. মশিউর রহমান, নূরে আক্তার হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য করা হয়েছে ৭৪ জনকে। 


ধোবাউড়া উপজেলা বিএনপি: অপরদিকে ধোবাউড়া উপজেলায় নতুন আহ্বায়ক কমিটিতে অধ্যাপক জিএম আজাহারুল ইসলাম কাজলকে আহ্বায়ক ও আনিসুর রহমান মানিককে সদস্যসচিব করা হয়েছে। এতে মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, হাবিবুর রহমান হাবিব, মো. মাহাবুবল আলম বাবুল, আ. ওয়াহেদ তালুকদার, মো. কসিম বিশ্বাস, আব্দুল কদ্দুস, আবুল হাসিম, নজরুল ইসলাম দুলাল, মো. গাজীউর রহমান, হুমায়ুন কবির সরকার, জাকিরুল ইসলাম টুটুন, সোলায়মান সরকার, আ. মমিন শাহীন, আবদুল শহীদ মিয়া, মঞ্জুরুল হক মঞ্জু, মেজবা উদ্দিন সরকার মামুনকে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য করা হয়েছে ৮২ জনকে।  


এ ব্যাপারে হালুয়াঘাট উপজেলার নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আসলাম মিয়া বাবুল জানান, আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করবো। 


ধোবাউড়া উপজেলা কমিটির সদস্যসচিব আনিছুর রহমান মানিক বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে সংগঠনকে গতিশীল করা আমাদের লক্ষ্য। 


ধোবাউড়ায় উপজেলা  বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি

ধোবাউড়ায় উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি

 


ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা  বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক  একেএম এনায়েতুল্লাহ কালাম এবং একমাত্র  যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকুদার স্বাক্ষরিত  এই কমিটি ঘোষনা করা হয়। এ কমিটিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক জি এম আজাহারুল ইসলাম কাজল কে আহবায়ক  এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য  আনিছুর রহমান মানিককে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও   মোয়াজ্জেম হোসন খান লিটন,ফরহাদ রব্বানী সুমন, হাবিবুর রহমান হাবিব, মাহবুবুল আলম বাবুল, আব্দুল ওয়াহেদ তালুকদার , কছিম উদ্দিন বিশ্বাস, আব্দুল কুদ্দুছ ,আবুল হাসিম, নজরুল ইসলাম দুলাল, গাজিউর রহমান, হুমায়ুন কবির, জাকিরুল ইসলাম টুটন, সোলায়মান সরকার, আব্দুল মোমিন শাহীন, আব্দুস শহীদ, মঞ্জরুল হক , মেজাবাহ উদ্দিন সরকার মামুনকে যুগ্ম আহবায়ক করে এ কমিটি দেওয়া হয়। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় নতুন আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করে।

৮ ফেব, ২০২৫

ধোবাউড়ায়  ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ধোবাউড়ায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন



ধোবাউড়া  প্রতিনিধি ঃ

‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এই স্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৫ বছর পর শনিবার (৮ ফেব্রুয়ারি) ধোবাউড়া উপজেলা  শাখা ছাত্র শিবিরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ছাত্রশিবির ধোবাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মাওঃ রইছ উদ্দিন। উপস্থিত ছিলেন, ধোবাউড়া উপজেলা সভাপতি তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি ও ধোবাউড়া সদর ইউনিয়ন সভাপতি সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।


উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী । ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ হতে মাত্র ছয় জন মিলে যাত্রা শুরু করেছিল। বর্তমানে সারা দেশে কয়েক লাখ নেতাকর্মীর সংগঠনে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই নানান ধরনের হামলা নির্যাতনের মধ্যে দিয়ে বছরের পর বছর অতিক্রম করেছে সংগঠনের নেতাকর্মীরা। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে লড়াই করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।


৭ ফেব, ২০২৫

 ধোবাউড়া ও হালুয়াঘাট জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

ধোবাউড়া ও হালুয়াঘাট জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত



ধোবাউড়া ও হালুয়াঘাট জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হালুয়াঘাট অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হালুয়াঘাট উপজেলা জামায়াতের আমির মোয়াজ্জেম হোসেন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুন্জুরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুব উর রশীদ ফরাজী প্রমুখ 

এসময় ময়মনসিংহ -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা উপস্থিত ছিলেন।

৩১ জানু, ২০২৫

চলমান অবস্থার পরিপেক্ষিতে দেশবাসী শান্ত থাকার আহ্বান–তারেক রহমান

চলমান অবস্থার পরিপেক্ষিতে দেশবাসী শান্ত থাকার আহ্বান–তারেক রহমান

 


চলমান অবস্থার পরিপেক্ষিতে দেশবাসী শান্ত থাকার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, “বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহপূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না।”

তিনি আরও বলেন, “জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে।”

এর আগে বিরাজমান পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকর-উজ-জামানের সঙ্গে বৈঠক করার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৮ জুলাই থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। দুই–এক দিনের মধ্যে তাঁর বাসায় ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিকেলে দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। বৈঠকে বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অংশ নেন।

বৈঠকের পর শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেন সেনাপ্রধান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথাও বলেন তিনি।

২৭ জানু, ২০২৫

হাসনাতকে নিয়ে সারজিস আলমের স্ট্যাটাস

হাসনাতকে নিয়ে সারজিস আলমের স্ট্যাটাস

 



ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর সাহসিকতার প্রসংশা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে দেওয়া স্ট্যাটাস তিনি লিখেছেন, আশপাশে এমন বহু শত্রু আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে, এইটা জানার পরেও মবের মধ্যে ঢুকে মারামারি থামানোর কথা বলতে হেডম লাগে। অন্য কেউ এই সাহস করে নাই। সাহস করেছে হাসনাত আবদুল্লাহ।

‘সাহসটা করার জন্যে হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না, তবে ন্যূনতম এপ্রিশিয়েটটা অন্তত করতে শেখেন। হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারতো। সবচেয়ে বড় কথা উদ্দেশ্য সৎ ছিল।’

সারজিস আলম আরও লিখেছেন, এই ছেলেটার (হাসনাত) সমস্যা হলো এর মাথা গরম আর সবসময় গ্রেটার পার্পেপেক্টিভ চিন্তা করে। কিন্তু সত্যি এটাই যে, মাথা গরম বলেই সেই জুলাইয়ে ভিসি চত্ত্বরে গায়েবানা জানাজা শেষে যখন সবাই পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড আর ছোররা বুলেটে ছোটাছুটি যাচ্ছিল তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে দুই হাত প্রশস্ত করে এগিয়ে যায় আর বলে ‘we are open to killed’! ঠিক যেমনিভাবে গতকাল গিয়েছিল।
হাসনাত সেই জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে রাজাকার-রাজাকার মিছিলের সামনের সারিতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল, যখন অনেকেই নিজেকে সেফ জোনে রেখেছিল। এই ছেলেটাই সর্বপ্রথম এবং একা সচিবালয়ে আনসারলীগের বিরুদ্ধে রাস্তায় নামে এবং পরবর্তীতে ঐক্যবদ্ধ চেষ্টায় সচিবালয় অনেকটা সুরক্ষিত হয়ে ওঠে। এই মাথা গরম, ক্ষ্যাপা ছেলেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয়, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায়। হোক সেটা ক্যাম্পাস, রাজপথ কিংবা অন্য কোথাও।

জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক বলেন, আপনারা যারা শুধু ঘরে বসে স্যোশাল মিডিয়ার ঝড় তুলতে পারেন তাদের মতো সেইফ গেম প্লে না করতে পারাটা হাসনাতের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু তিক্ত সত্য এটাই যে, এই মাথা গরম স্বভাবওয়ালা ক্ষ্যাপা তরুণ প্রজন্মের কারনেই এই নতুন বাংলাদেশ।

‘কতজনের এখন কতরকম স্বার্থ আর ধান্দা সেটা আমরা বুঝি, অপ্রত্যাশিত কিছু হলে এরা যে আবার গর্তে যাবে সেটাও জানি। কিন্তু দিনশেষে চোখের সামনে রক্ত আর হাজারো জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের মতো গুটিকয়েক ভন্ড, সুবিধাবাজ, কালপ্রিট কি বলল আর কি বিহেভ করল তাতে আমাদের কিছু আসে যায় না। হাসিনার পোষারা এর চেয়ে কম বলেনি বা করেনি।’

সারজিস আলম আরও লিখেছেন, মিনিমাম কমনসেন্স থাকলে বোঝা উচিত কারা করসে, কেন করসে। রকেট সাইন্স না বোঝাটা। We are Hasnat & proud to be a fellow-fighter of Hasnat.