ধোবাউড়া প্রতিনিধি ঃ
‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ এই স্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৫ বছর পর শনিবার (৮ ফেব্রুয়ারি) ধোবাউড়া উপজেলা শাখা ছাত্র শিবিরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ছাত্রশিবির ধোবাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মাওঃ রইছ উদ্দিন। উপস্থিত ছিলেন, ধোবাউড়া উপজেলা সভাপতি তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি ও ধোবাউড়া সদর ইউনিয়ন সভাপতি সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী । ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ হতে মাত্র ছয় জন মিলে যাত্রা শুরু করেছিল। বর্তমানে সারা দেশে কয়েক লাখ নেতাকর্মীর সংগঠনে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই নানান ধরনের হামলা নির্যাতনের মধ্যে দিয়ে বছরের পর বছর অতিক্রম করেছে সংগঠনের নেতাকর্মীরা। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে লড়াই করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
0 coment rios: