ধোবাউড়া (ময়মনসিংহ), ২৩ মে: ধোবাউড়া উপজেলা শাখার খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় ধোবাউড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শুরা অধিবেশনে এ কমিটি গঠিত হয়।
কমিটিতে মুফতি ইসমাইল হোসেন সভাপতি এবং মাওলানা হাবিবুর রহমান শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন জনাব সাজ্জাদুর রহমান সবুজ এবং দফতর সম্পাদক মাওলানা জামাল উদ্দিন। গোপন ভোটের মাধ্যমে মোট ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ও বিশেষ বক্তা ছিলেন ময়মনসিংহ মহানগর (ধোবাউড়া-হালুয়াঘাট) শাখার সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম। পরে নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে তিনি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ মে থেকে ৩০ মে পর্যন্ত মাসব্যাপী দাওয়াত ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন ময়মনসিংহ-০১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
0 coment rios: