প্রতিনিধি : মাহিম আল খোকন
ময়মনসিংহের ধোবাউড়ায় বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার গামারীতলা ইউনিয়নের মুক্তাগাছা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (৩৭)। তিনি স্থানীয়ভাবে মাদক কারবারির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশ সুপার ও হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, রাতে আনুমানিক ১০টার দিকে নুর নবী নামে এক ব্যক্তির বসতঘরে মাদক বিক্রির সময় আনোয়ার হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (২৩ মে) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ধোবাউড়া থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
0 coment rios: