প্রতিনিধি: মাহিম আল খোকন
ডিসেম্বরে জাতীয় নির্বাচন না হলে জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে—এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “এটি শুধু একটি দলের দাবি নয়, এ দেশের সাধারণ মানুষের দাবি। নির্বাচন ঠেকাতে চাইলে বড় বিপর্যয় এড়ানো যাবে না।”
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে জনগণ আন্দোলনে নামবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না।”
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আনিছুর রহমান মানিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় ছিল উৎসবমুখর পরিবেশ।
0 coment rios: