সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য ময়মনসিংহের ধোবাউড়া নবগঠিত বিএনপির উপজেলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ধোবাউড়া প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা বিএনপি আহবায়ক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে সদস্য সচিব আনিছুর রহমান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, জাকিরুল ইসলাম টুটন, হূমায়ুন কবির সরকার, আবুল হাশেম, হাবিবুর রহমান, মাহবুবুল আলম বাবুল,সোলাইমান সরকার, আব্দুল মোমেন শাহীনসহ উপজেলা বিএনপির সদস্য বৃন্দ। সভায় কঠোরভাবে দলীয় শৃঙ্খলা মেনে চলা এবং ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দ্রুত কর্মী সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়।
0 coment rios: