ধোবাউড়া প্রতিনিধি :সাইফুল ইসলাম কনক
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ২ নং গামারী তলা ইউনিয়ন এর নাঙ্গলজোড়া হোসেন বাজায়ের সার, কীটনাশক, ও বীজ বিক্রেতা রফিক মিয়া প্রতারণা করে হাইব্রিড ধান বীজ বিক্রয় করে প্রায় ৪০ /৪৫ একর বোর জমির ফসলের ক্ষতি করাতে কৃষকেরা অভিযোগ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি কর্মকর্তার কাছে। কৃষকের পক্ষে অভিযোগকারী মোঃ শাহ আলম,ধোবাউড়া উপজেলার ২ নং গামারিতলা ইউনিয়নের নাঙ্গলজোড়া গ্রামের বাসিন্দা পিতা হাজী মোঃ গিয়াস উদ্দিন তালুকদার এর ছোট ছেলে কৃষি কাজে জড়িত থাকায় তার নিজ ফসলের জমি ২ দুই একর ও অন্যান্য কৃষকের ৩০ থেকে ৪০ একর ফসলের জমি নষ্ট হয়েছে বলে জানান।সরজমিনে কৃষক লাল মিয়ার কাছে জানতে চাইলে, সে বলেন আমার কাছে রফিক দোকানদার হাইব্রিড মিতালী ৪ ধান এর বীজ ৬৬০ টাকা কেজি বিক্রয় করে, আমি দুই কেজি ধান কিনে আনি আমার জন্য, ধানের চারা ভালো ভাবে আসে,এখন তোর হয়ে, সাদা হয়ে মারা যাচ্ছে বলেন এবং আমাকে সাথে নিয়ে জমির ফসল দেখায়। আরো বলেন রফিক দোকানদারের বি. এস. টি. আই. লাইসেন্স আছে বলে আমাদের কাছে অনেকদিন ধরে সার কীটনাশক ও বীজ বিক্রয় করে আসছে। ২ দুই নং গামারিতলা ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন বলেন রফিক দোকানদারের তার নিজ নামে কোন বি. এস. টি. আই. লাইসেন্স নেই। অভিযোগকারী ঊর্ধতন কর্মকর্তার নিকট এর সুবিচার প্রার্থনা করেন।
0 coment rios: