ধোবাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল সাড়ে দশ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা হয়েছে। সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। এসময় অন্যান্যদের মাঝে ছিলেন ওসি(তদন্ত) মোজাম্মেল হোসাইন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাস,উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম কাজল,সদস্য সচিব আনিছুর রহমান মানিক,যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন, আনসার ভিডিপি অফিসার নৃপেন্দ্র চন্দ্র,ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাশেম, উপজেলা শিবিরের সভাপতি তারেক রহমান, ছাত্র সমন্বয়ক ইয়াসিন আরাফাত তুষার,যুব অধিকারের সভাপতি আজিজ খান প্রমূখ।
0 coment rios: