২৮ মার্চ, ২০২৫

ধোবাউড়ায় ৫'শ পিস কম্বলসহ ৬৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক-১

 


প্রতিনিধি : মাহিম আল খোকন 

ময়মনসিংহের ধোবাউড়ায় ৫'শ পিস কম্বলসহ ৬৪ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করে এক জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ মালামালসহ এক জনকে আটক করা হয়। মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি তদন্ত মোজাম্মেল হকের সঙ্গীয় ফোর্স এসআই জিয়াউর রহমান, এএসআই রকিব রায়হান ও আঃ মজিদকে নিয়ে গামারীতলা ইউনিয়ন কলসিন্দুর বাজারের দক্ষিণ পার্শ্বে চেক পোস্ট বসানো হয়। এসময় ৫'শ পিস ভারতীয় কম্বল ও ১৫ বস্তা জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যান, একটি পিকআপ ভ্যান, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলসহ দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কাগগড়া গ্রামের ভারতীয় ব্যবসায়ী উসমান গনি (৪০)কে আটক করা হয়। পালাতক আসামি ময়মনসিংহ সদর থানার চর বড়বিলা গ্রামের জাহাঙ্গীর আলমসহ অজ্ঞাত ৪ জনের নামে মামলা দায়ের করে আটককৃত উসমান গনিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অফিসার ইনচার্জ আল-মামুন সরকার বলেন, ভারতীয় চোরাকারবারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: