শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৪ ফেব, ২০২৫

 ধোবাউড়া আন-নাজাহ্ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ধোবাউড়া আন-নাজাহ্ বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সেনপাড়া রোড সংলগ্ন আন-নাজাহ্ বিদ্যানিকেতনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রাইভেট বিদ্যালয় আন-নাজাহ্ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক জহিরুল ইসলাম শাহ-আলম, হাজী রইস উদ্দিন ও আল-মামুনের উদ্যোগে বৃহস্পতিবার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। উপস্থিত ছিলেন সকল অভিভাবকগণ

২৩ জানু, ২০২৫

শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবরোধ

শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের অবরোধ

 





নিজস্ব প্রতিবেদক


চার দফা দাবিতে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ব্যানারে একদল শিক্ষার্থী আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথমে বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে সরে গিয়ে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। বেলা দেড়টা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে মূল সড়কের এক পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সোয়া ১১টার পর শিক্ষার্থীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশ করেন। দুপুর ১২টা ৫০ মিনিটে তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা দেড়টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। ওই এলাকায় এখন যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিক্ষোভকারী ম্যাটস শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ তিন মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। এ জন্য তাঁরা চার দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন।

চার দফা দাবি হচ্ছে অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বেলা দেড়টার দিকে বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা কোনো কথা শুনছেন না।


২১ জানু, ২০২৫

জাবিতে শিক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়করণের লক্ষ্যে কমিটি গঠন

জাবিতে শিক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়করণের লক্ষ্যে কমিটি গঠন


 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে শিক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়করণের জন্য ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানকে সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজাকে সচিব করে  ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী ৩ কার্য দিবসের মধ্যে একটি বাস্তবমুখী, টেকসই ও গতিশীল কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় শিক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়করণের লক্ষ্যে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

এ কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-উপাচার্য (শিক্ষা) ও পরিচালক, আইসিটি সেল (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সিএসই বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মুশফিক আনোয়ার, আইআইটি’র অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারী, অধ্যাপক ড. শামীম আল মামুন এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাফাসন জানি।

পুরোনো পদ্ধতিতে পরীক্ষার আবেদন, সার্টিফিকেট তোলাসহ সব অফিসিয়াল কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে অটোমেশনের পূর্ণাঙ্গ রোডম্যাপসহ ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে প্রায় ১২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।