২১ জানু, ২০২৫

জাবিতে শিক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়করণের লক্ষ্যে কমিটি গঠন


 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে শিক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়করণের জন্য ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানকে সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজাকে সচিব করে  ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী ৩ কার্য দিবসের মধ্যে একটি বাস্তবমুখী, টেকসই ও গতিশীল কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় শিক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়করণের লক্ষ্যে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

এ কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-উপাচার্য (শিক্ষা) ও পরিচালক, আইসিটি সেল (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সিএসই বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মুশফিক আনোয়ার, আইআইটি’র অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারী, অধ্যাপক ড. শামীম আল মামুন এবং সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাফাসন জানি।

পুরোনো পদ্ধতিতে পরীক্ষার আবেদন, সার্টিফিকেট তোলাসহ সব অফিসিয়াল কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে অটোমেশনের পূর্ণাঙ্গ রোডম্যাপসহ ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে প্রায় ১২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: