২৮ মে, ২০২৫

ধোবাউড়া বাজারে ‘সুজন বস্রালয়’—সাশ্রয়ী দামে মানসম্মত পোশাকের বিশ্বস্ত ঠিকানা

 

নিজস্ব প্রতিবেদক, 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ধোবাউড়া  ইউনিয়নের ধোবাউড়া বাজারে সম্প্রতি যাত্রা শুরু করেছে “সুজন বস্রালয়”—একটি আধুনিক ও বৈচিত্র্যময় পোশাক বিপণী প্রতিষ্ঠান। এলাকার তরুণ উদ্যোক্তা মোঃ সুজন মিয়ার উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

সুজন বস্রালয়ে রয়েছে বিভিন্ন দেশের, বিশেষ করে পাকিস্তানি ফ্যাশনের উপর ভিত্তি করে তৈরি উন্নতমানের পোশাক। এখানে পাওয়া যাচ্ছে:

পাকিস্তানি, স্ট্যান্ডার্ড ও শাহী শাড়ি

লুঙ্গি, থ্রি-পিস ও থান কাপড়

বোরকা, টপস, জায়নামাজ

সব ধরণের পুরুষ ও নারী পোশাক

পাইকারি ও খুচরা উভয় বিক্রির সুবিধা থাকায় আশপাশের বাজার ও গ্রাম থেকে অনেকেই এই দোকান থেকে পোশাক সংগ্রহ করছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে—সাশ্রয়ী মূল্যে ভালো মানের কাপড় পাওয়ায় ক্রেতারা সন্তুষ্ট। বিশেষ করে ঈদ-পূজা বা উৎসবের সময় সুজন বস্রালয়ে ক্রেতার চাপ বেড়ে যায়।

দোকানের কর্ণধার মোঃ সুজন মিয়া জানান, “আমি চেয়েছি আমার এলাকার মানুষ যেন ভালো দামে ভালো পণ্য পায়। তাই নানা উৎস থেকে উন্নতমানের কাপড় এনে সেগুলো সাশ্রয়ী দামে বিক্রি করছি।”

যোগাযোগ:

মোবাইল: ০১৯৬৫-০৪২০০৩, ০১৭৪০-৩৯৫১১৬

ঠিকানা: জনতা ব্যাংকের নিচতলা  , গাঙ্গিনারপাড়, ধোবাউড়া বাজার, ময়মনসিংহ।






শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: