প্রতিনিধি: মাহিম আল খোকন
ময়মনসিংহের ধোবাউড়ায় তিনদিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান আজ বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে এমন আয়োজন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করছে।”
অনুষ্ঠানে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সর্বোচ্চ করদাতা হিসেবে এক লাখ এক হাজার সাতাশ টাকা কর প্রদানকারী একজন সম্মানিত নাগরিককে সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।
এছাড়াও ভূমি মেলা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
0 coment rios: