ময়মনসিংহে আত্মপ্রকাশ করলো 'ময়মনসিংহ অ্যামেচার রেডিও সোসাইটি ময়মনসিংহ' — বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক কলসাইনপ্রাপ্ত সদস্যদের নিয়ে গঠিত একটি বিজ্ঞানভিত্তিক সংগঠন।
গত ৩০ আগস্ট ২০২৪ সংগঠনটি গঠিত হওয়ার পর সদস্যদের আলোচনার ভিত্তিতে ৭ মার্চ, শুক্রবার সন্ধ্যায় ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সাত সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডাক্তার খন্দকার মুহাম্মদ আনোয়ার হোসেন (S21NL)। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মীর সাইফুল ইসলাম (S21GK) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর সালেক মিম ফাহাদ ( S21CRO)।
কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন সঞ্জয় চন্দ্র কর্মকার (S21EF), যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. খায়রুল ইসলাম রতন (S21TCV) । কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাসাল আলী (S21RJR) এবং আবুল বাশার (S21GH)।
সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য তিন সদস্যের একটি উপ-পরিষদ গঠন করা হয়েছে, যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল বাশার (S21GH)।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) থেকে লাইসেন্সপ্রাপ্ত যেকোনো অ্যামেচার রেডিও অপারেটর ক্লাবের সদস্যপদ গ্রহণ করতে পারবেন। 'ময়মনসিংহ অ্যামেচার রেডিও সোসাইটি' রেডিও যোগাযোগ, দুর্যোগকালীন জরুরি সেবা, প্রযুক্তিগত গবেষণা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানবসেবায় অবদান রাখার লক্ষ্যে কাজ করবে।
0 coment rios: