প্রতিনিধি :মাহিম আল খোকন
ধোবাউড়া উপজেলার কলসিন্দুর-ধোবাউড়া সড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অংশে সংস্কার কাজ শুরু হয়েছে কলসিন্দুর বাজার ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে। কলসিন্দুর বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে এই কাজের সূচনা করেন। তাদের পাশে থেকে সহায়তা করছেন ধোবাউড়া উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জি. এম. আজারুল ইসলাম কাজল।
জানা গেছে, সড়কটির ভাঙা অবস্থার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দুর্ভোগে ভুগছিলেন। বিশেষ করে কৃষকদের ধান ও অন্যান্য কৃষিপণ্য বাজারে আনতে চরম সমস্যায় পড়তে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে কলসিন্দুর বাজারের ব্যবসায়ীরা নিজেরা অর্থ ও শ্রম দিয়ে সড়ক সংস্কারে হাত দেন।
বর্তমানে ইট ও বালু ফেলে সড়কটির চলাচলযোগ্য অবস্থা ফিরিয়ে আনার কাজ চলছে। সকলে মিলে এ যেন এক সামাজিক একতার দৃষ্টান্ত।
অধ্যাপক জি. এম. আজারুল ইসলাম কাজল বলেন, “এই সড়কটি এলাকাবাসীর জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই স্থানীয়দের এই উদ্যোগ আমি আন্তরিকভাবে সমর্থন করি এবং পাশে আছি।”
এলাকাবাসীর মতে, সরকারিভাবে নজর না পড়া অনেক উন্নয়ন কাজ এভাবেই স্থানীয় উদ্যোগে সম্পন্ন সম্ভব, যদি সচেতনতা ও একতা থাকে।
0 coment rios: