প্রতিনিধি :(মাহিম আল খোকন)
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও নেতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং আয়োজন করা হয়। গত ৭ মার্চ মোবাইল কোর্ট পরিচালনা করে সাতটি ট্রাক ও ছয়টি লড়িকে ১০ হাজার টাকা করে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ৮ মার্চ ঘোষগাঁও নেতাই নদীতে অভিযান পরিচালনা করে ১১টি ড্রেজার মেশিন জব্দ করে ১৬০টি ড্রেজার স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। ৯ মার্চ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। সুপ্রিম কোর্টের স্ট্যাটাস অনুযায়ী ইজারাদার অথবা অন্য কোনো ব্যক্তি কর্তৃক বালু সম্পুর্ণ অবৈধ এবং আদেশ অবমাননার সামিল। অবৈধ বালু উত্তোলন রোধে সকলের সার্বিক সহযোগিতায় কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস ও উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।
0 coment rios: