গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপির কমিটি বাতিল করে পুনগঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় আফজাল এইচ্ খাঁন সমর্থক দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছে ত্যাগী নেতাকর্মীরা। আয়োজিত সংবাদ সম্মেলনের সভাপতি নজরুল ইসলাম দুলালের লিখিত বক্তব্যের মাধ্যমে বলেন, গত ১৭ বছরের নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীদের বঞ্চিত করে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। নয় জন সদস্য রয়েছে ঠিকানা বিহীন। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের তিন বারের সফল বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জুর ঠিকানা পরিবর্তন এবং ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে যারা দালালি করেছে তাদেরকে কমিটির সামনের সারিতে রেখে, বিএনপিকে অবমূল্যায়নসহ নানা অনিয়মের কথা তুলে ধরেন তারা। ইচ্ছাকৃতভাবে ভুল কমিটি ঘোষণা করে হেয় প্রতিপন্ন করে অপমান করা হয়েছে সুকৌশলে। এসব কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি, কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে নবগঠিত কমিটির সদস্য কবির উদ্দিনসহ অন্যান্য বক্তারা।
0 coment rios: