নাহিদ ইসলাম বলেন, ‘আমি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বলব ধৈর্য ধরতে। তাদের শিক্ষাজীবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক ও দায়িত্বশীল।’সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সোমবার দুপুরে সরস্বতী পূজা পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, ‘আমি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বলব ধৈর্য ধরতে। তাদের শিক্ষাজীবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক ও দায়িত্বশীল।’
বর্তমান পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সব সমস্যা সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘জনভোগান্তি সৃষ্টি না করে আমাদের বিষয়টি মাথায় রাখতে হবে। আশা করি সবার জন্য ইতিবাচক কিছু আসবে।’
তিনি আরও বলেন, সাত কলেজের সমস্যা দীর্ঘদিন ধরে জটিল আকার ধারণ করেছে। অতীতে শিক্ষা সংক্রান্ত একটি ভুল সিদ্ধান্তের কারণে হাজারো শিক্ষার্থীর শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে।
নাহিদ ইসলাম জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাত কলেজের সমস্যা সমাধানে সচেষ্ট রয়েছে। প্রতিটি কলেজের বিষয় গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে এবং ইতিবাচক সমাধানের পথ খোঁজা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও।
পরিদর্শন শেষে তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ বিভিন্নভাবে মাঠে নামার চেষ্টা করেছে। এমনকি তারা রিকশাওয়ালা সেজেও আন্দোলনে নামতে চেয়েছে। শুরু থেকেই উসকানিমূলক পরিস্থিতি তৈরি করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। তবে এখন পর্যন্ত তারা সফল হয়নি। মানুষ চায় না আওয়ামী লীগ তাদের নাম ও আদর্শ ব্যবহার করে গণহত্যার মতো পরিস্থিতি তৈরি করার পর আবারও ফিরে আসুক। এটি দেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’
আসিফ মাহমুদ জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট রয়েছে। আওয়ামী লীগ আগেও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে, তবে তারা সফল হয়নি। এবারও তাদের সেই সুযোগ দেওয়া হবে না।
0 coment rios: