৫ ফেব, ২০২৫

আলজেরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ

 


স্থানীয় সময় মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) আলজিয়ার্সে আলজে‌রিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসিআই) প্রেসি‌ডে‌ন্টের স‌ঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ ক‌রেন পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দিন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পররাষ্ট্রস‌চিব দুই দে‌শের দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাব্য ক্ষেত্রগু‌লো বি‌শেষ ক‌রে, তৈ‌রি পোশাক, ফার্মাসিউটিক্যালস, এলএনজি, ধাতুর ম‌তো সোর্সিং শিল্পের কাঁচামাল এবং বৈদ্যুতিক এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যগুলোর কথা তু‌লে ধ‌রেন

তিনি এসিআইকে শিপ বিল্ডিং, আইসিটি এবং কৃষির ক্ষেত্রে যৌথ উদ্যোগের সম্ভাবনা অন্বেষণ করার পরামর্শ দেন।

এসিআই-এর প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে আলজেরিয়ার আগ্রহ এবং প্রস্তুতির কথা প্রকাশ করেন। তিনি রপ্তানিভিত্তিক শিল্পগুলো‌তে বাংলাদেশের কৃতিত্ব স্বীকার করে জ্বালানি ও কৃষি প্রক্রিয়াজাতকরণে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা ব‌লেন।বৈঠকে পররাষ্ট্রসচিব আলোচনাধীন বিষয়ে চল‌তি বছরে ভার্চুয়া‌লি সভা, একে অপরের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুবিধার্থে যৌথ ব্যবসায় ফোরাম গঠন, ব্যবসায় প্রতিনিধিদের বিনিময়ের কথা ব‌লেন। উভয়পক্ষ এফবিসিসিআই এবং এসিআইয়ের মধ্যে বি‌বেচনাধীন একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে সম্মত হ‌য়ে‌ছে।

পররাষ্ট্রস‌চি‌বের প্রস্তাবে স্বাগত জা‌নি‌য়ে এসিআই-এর প্রেসিডেন্ট ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশটির আসন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও আন্তঃআফ্রিকা বাণিজ্য মেলায় বাংলাদেশি সংস্থাগুলোর অংশগ্রহণকে উৎসাহিত ক‌রেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: