প্রতিনিধি :-মাহিম আল খোকন
আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বুধবার সকালে হাসপাতাল কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকায় ১৫৯টি ক্যাম্পেইনের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে। ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লালা রঙের ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুমৃত্যুর ঝুঁকি কমিয়ে আনতে অভিভাবকদের আহ্বান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাশ ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন। উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আল-মামুন সরকার, হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক ও সাংবাদিকরা।
0 coment rios: