২৯ মে, ২০২৫

ধোবাউড়ায় পার্টনার কংগ্রেস প্রোগ্রাম  কৃষি ও উন্নয়ন ভাবনায় অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ

ধোবাউড়ায় পার্টনার কংগ্রেস প্রোগ্রাম কৃষি ও উন্নয়ন ভাবনায় অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ


প্রতিনিধি:মাহিম আল খোকন 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস প্রোগ্রাম’। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কৃষি উন্নয়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং অংশীদারিত্বভিত্তিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোছাঃ নাছরিন আক্তার বানু, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান ও এস এম ফজলে রাব্বি।

অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ, পিএফএস ও নন-পিএফএস কৃষক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এছাড়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, সমবায় কর্মকর্তা কামরুল হুদা, ইউএইচএফপিও, ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ (তদন্ত)মোজাম্মেল হোসাইন, ভেটেরিনারী সার্জন, উপজেলা মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মুরাদ ।

বক্তারা বলেন, মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তি ও কৃষিপদ্ধতির প্রয়োগ নিশ্চিত করতে অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। কৃষি খাতের উন্নয়ন দেশের খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমান কৃষিকে ভবিষ্যতে বাংলাদেশের জন্য যেন আরও নিরাপদ এবং টেকসই করা যায় সেই লক্ষ্যে উত্তম কৃষি চর্চার কোন বিকল্প নেই। খোরপোশ কৃষিকে বানিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে নিরলস শ্রম দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক  জি এম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, এবং যুগ্ম আহ্বায়ক  মোয়াজ্জেম হোসেন লিটন প্রমুখ।

আয়োজকেরা জানান, অংশীদারিত্বমূলক এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে, যাতে মাঠপর্যায়ের চাষি থেকে শুরু করে নীতিনির্ধারকরা একই প্ল্যাটফর্মে এসে ভাবনা ও অভিজ্ঞতা বিনিময় করতে পারেন।

২৮ মে, ২০২৫

ধোবাউড়া বাজারে ‘সুজন বস্রালয়’—সাশ্রয়ী দামে মানসম্মত পোশাকের বিশ্বস্ত ঠিকানা

ধোবাউড়া বাজারে ‘সুজন বস্রালয়’—সাশ্রয়ী দামে মানসম্মত পোশাকের বিশ্বস্ত ঠিকানা

 

নিজস্ব প্রতিবেদক, 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ধোবাউড়া  ইউনিয়নের ধোবাউড়া বাজারে সম্প্রতি যাত্রা শুরু করেছে “সুজন বস্রালয়”—একটি আধুনিক ও বৈচিত্র্যময় পোশাক বিপণী প্রতিষ্ঠান। এলাকার তরুণ উদ্যোক্তা মোঃ সুজন মিয়ার উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

সুজন বস্রালয়ে রয়েছে বিভিন্ন দেশের, বিশেষ করে পাকিস্তানি ফ্যাশনের উপর ভিত্তি করে তৈরি উন্নতমানের পোশাক। এখানে পাওয়া যাচ্ছে:

পাকিস্তানি, স্ট্যান্ডার্ড ও শাহী শাড়ি

লুঙ্গি, থ্রি-পিস ও থান কাপড়

বোরকা, টপস, জায়নামাজ

সব ধরণের পুরুষ ও নারী পোশাক

পাইকারি ও খুচরা উভয় বিক্রির সুবিধা থাকায় আশপাশের বাজার ও গ্রাম থেকে অনেকেই এই দোকান থেকে পোশাক সংগ্রহ করছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে—সাশ্রয়ী মূল্যে ভালো মানের কাপড় পাওয়ায় ক্রেতারা সন্তুষ্ট। বিশেষ করে ঈদ-পূজা বা উৎসবের সময় সুজন বস্রালয়ে ক্রেতার চাপ বেড়ে যায়।

দোকানের কর্ণধার মোঃ সুজন মিয়া জানান, “আমি চেয়েছি আমার এলাকার মানুষ যেন ভালো দামে ভালো পণ্য পায়। তাই নানা উৎস থেকে উন্নতমানের কাপড় এনে সেগুলো সাশ্রয়ী দামে বিক্রি করছি।”

যোগাযোগ:

মোবাইল: ০১৯৬৫-০৪২০০৩, ০১৭৪০-৩৯৫১১৬

ঠিকানা: জনতা ব্যাংকের নিচতলা  , গাঙ্গিনারপাড়, ধোবাউড়া বাজার, ময়মনসিংহ।





২৭ মে, ২০২৫

ধোবাউড়ায় ভূমি মেলার সমাপনী অনুষ্ঠিত

ধোবাউড়ায় ভূমি মেলার সমাপনী অনুষ্ঠিত

 


 প্রতিনিধি: মাহিম আল খোকন 

ময়মনসিংহের ধোবাউড়ায় তিনদিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান আজ বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা ও ডিজিটালাইজেশনের লক্ষ্যে এমন আয়োজন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করছে।”


অনুষ্ঠানে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সর্বোচ্চ করদাতা হিসেবে এক লাখ এক হাজার সাতাশ টাকা কর প্রদানকারী একজন সম্মানিত নাগরিককে সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।


এছাড়াও ভূমি মেলা উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


এসময় সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৫ মে, ২০২৫

ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ধোবাউড়ায় বর্ণাঢ্য র‍্যালি

ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ধোবাউড়ায় বর্ণাঢ্য র‍্যালি

 


প্রতিনিধি : মাহিম আল খোকন 

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমির সুরক্ষিত মালিক হই”- এই  প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  নিশাত শারমিন , সহকারী কমিশনার সালাউদ্দিন বিশ্বাস (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি,  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোয়াজ্জেম হোসেন লিটন উপস্হিত ছিলেন।

র‌্যালির নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, তিনি  বলেন, “ভূমি উন্নয়ন কর প্রদানের অভ্যাস গড়ে তোলা এবং ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই ভূমি মেলার আয়োজন।”

এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে দিনব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়, যেখানে জনগণকে অনলাইনে ভূমি সংক্রান্ত সেবা, নামজারি, খতিয়ান উত্তোলন ও ভূমি কর প্রদান সম্পর্কিত নানা তথ্য প্রদান করা হয়।

মেলাটি আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস, ধোবাউড়া। সহযোগিতায় ছিলো ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।

২৩ মে, ২০২৫

ধোবাউড়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ধোবাউড়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

 


প্রতিনিধি : মাহিম আল খোকন 


ময়মনসিংহের ধোবাউড়ায়  বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার গামারীতলা ইউনিয়নের মুক্তাগাছা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (৩৭)। তিনি স্থানীয়ভাবে মাদক কারবারির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

জেলা পুলিশ সুপার ও হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, রাতে আনুমানিক ১০টার দিকে নুর নবী নামে এক ব্যক্তির বসতঘরে মাদক বিক্রির সময় আনোয়ার হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (২৩ মে) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ধোবাউড়া থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

ধোবাউড়ায় খেলাফত মজলিসের কমিটি গঠন

ধোবাউড়ায় খেলাফত মজলিসের কমিটি গঠন

 


 প্রতিনিধি :মাহিম  আল খোকন 

ধোবাউড়া (ময়মনসিংহ), ২৩ মে: ধোবাউড়া উপজেলা শাখার খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকাল ৩টায় ধোবাউড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শুরা অধিবেশনে এ কমিটি গঠিত হয়।

কমিটিতে মুফতি ইসমাইল হোসেন সভাপতি এবং মাওলানা হাবিবুর রহমান শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন জনাব সাজ্জাদুর রহমান সবুজ এবং দফতর সম্পাদক মাওলানা জামাল উদ্দিন। গোপন ভোটের মাধ্যমে মোট ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ও বিশেষ বক্তা ছিলেন ময়মনসিংহ মহানগর (ধোবাউড়া-হালুয়াঘাট) শাখার সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের আহমাদ।

নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রফিকুল ইসলাম। পরে নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে তিনি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ মে থেকে ৩০ মে পর্যন্ত মাসব্যাপী দাওয়াত ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন ময়মনসিংহ-০১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

২২ মে, ২০২৫

আন্দোলন ঠেকানো যাবে না, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে: এমরান সালেহ প্রিন্স

আন্দোলন ঠেকানো যাবে না, ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে: এমরান সালেহ প্রিন্স

 




প্রতিনিধি: মাহিম আল খোকন 

ডিসেম্বরে জাতীয় নির্বাচন না হলে জনগণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে—এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “এটি শুধু একটি দলের দাবি নয়, এ দেশের সাধারণ মানুষের দাবি। নির্বাচন ঠেকাতে চাইলে বড় বিপর্যয় এড়ানো যাবে না।”


বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে জনগণ আন্দোলনে নামবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না।”


সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আনিছুর রহমান মানিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় ছিল উৎসবমুখর পরিবেশ।