ধোবাউড়া প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর প্রথম কারামুক্তি দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বিগত আওয়ামী লীগ সরকার আমলে ২০২৩ সালে ৮ নভেম্বর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়, এবং ২০২৪ সালে ১০ ফেব্রুয়ারী কারামুক্ত হন তিনি।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম কাজল। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি সদস্য আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন লিটন খান, ফরহাদ রব্বানী সুমন, বিএনপির নেতা আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াহেদ, বাবুল মিয়া, জাকির হোসেন টুটন, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ছাত্রদলের সভাপতি ও যুবদল নেতা আব্দুল মোমিন শাহীন, কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, যুবদল নেতা আনোয়ার ইসলাম টুটুল, আরিফ মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
0 coment rios: