সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার নিশাত শারমিন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। পরে বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শারীরিক কসরত, পুরস্কার বিতরণী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, অফিসার ইনচার্জ আল মামুন সরকার, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, জনস্বাস্থ্য প্রকৌশলী শফিউল আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসীসহ অন্যান্য কর্মকর্তারা।
0 coment rios: