২৩ জানু, ২০২৫

সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না







অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহত্তর স্বার্থে এ সরকারকে নিরপেক্ষ থাকতে আহ্বান জানান তিনি। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ৬৯– এর গণঅভ্যুত্থানের শহীদ আসাদের ৫৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন মির্জা ফখরুল। শহীদ আসাদ পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে ৬৯– এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদের ভূমিকার কথা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি ড. মাহবুবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দ্রুত নির্বাচন চাওয়ার বিষয়ে বেশ কিছু যৌক্তিকতা রয়েছে অথচ এ দাবিকে বিতর্কিত করতে চায় অনেকে। দেশের মানুষ ১৫ বছর ধরে ভোটের অপেক্ষায় আছে। দ্রুত ভোট না হলে সংকট আরও বাড়তে পারে।

বিএনপি মহাসচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সব দল ও মানুষের সমর্থন রয়েছে। তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আশা করি।

নানা রকম তর্ক-বিতর্ক হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পট পরিবর্তনের পর একটি গণতান্ত্রিক রাষ্ট্র চায় দেশের জনগণ৷ মৌলিক অধিকার, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা হোক সেটাই তারা চান। নির্বাচন দ্রুত হোক। কেন না ১৫ বছর দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত। এখন তারা ভোট দিতে চান।
 
নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা করে ফখরুল বলেন, কে নির্বাচিত হলো তা নিয়ে সমস্যা নেই। অন্তর্বর্তী সরকারের কাছে নানা রকম প্রত্যাশা আছে মানুষের। কিন্তু সেরকম কোনো ইঙ্গিত এই সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না।
 
ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচন নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক দলের সবাই নির্বাচন হওয়ার ব্যাপারে একমত। সরকারের পক্ষ থেকে সংস্কারের কথা বলছে, তাহলে কি চার-পাঁচ বছর অপেক্ষা করবো? তাহলে তো জনগণ ভোট থেকে বঞ্চিত হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: