শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় ফ্রী চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেলের উদ্যোগে বুধবার সকালে ধোবাউড়া দারুন উলুম মাদ্রাসার মাঠে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আয়োজিত চক্ষু ক্যাম্পের সভাপতি সালমান ওমর রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ তালতলা জামিয়া আরাবিয়া মাখযানু উলুম মাদ্রাসার সদরুল মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজ্জী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ জেলার জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মঞ্জুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ধোবাউড়ায় ফ্রী চক্ষু ক্যাম্প
নিজস্ব প্রতিবেদন
0 coment rios: