২১ জানু, ২০২৫

অনলাইন উদ্যোক্তাদের জন্য 'কনটেন্ট কিং'র উদ্যোগে দিনব্যাপী বুটক্যাম্প


 কনটেন্ট কিংয়ের আয়োজনে অনলাইন উদ্যোক্তাদের বিজনেস গ্রোথ নিয়ে দিনব্যাপী বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১জানুয়ারি) বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত ”স্টোরেক্স প্রেজেন্টস বিজনেস গ্রোথ” বুটক্যাম্পটিতে সারাদেশ থেকে আগত উদীয়মান ২০০ তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ বুটক্যাম্পে গুরুত্বপূর্ণ বিভিন্ন সেশনগুলো পরিচালনা করেন, শার্পনারের সিইও নজর ই জিলানী, কনটেন্ট কিং এর ফাউন্ডার মো: ইকরাম, মার্কেটিং কনসালটেন্ট, লেখক প্রলয় হাসান, কনটেন্ট কিং এর সিনিয়র বিজনেস অ্যানালিস্ট রাকিবুর রহমান, স্টোরেক্স কো ফাউন্ডার , রাশিদ আবিদ সৌরভ, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এ,কে আজাদ।

কনটেন্ট কিং ফাউন্ডার মো: ইকরাম বলেন, অডিয়েন্সের সাইকোলজি বেইসড কনটেন্ট তৈরি করতে ব্যর্থ হওয়াতেই অনলাইন উদ্যোক্তাদের সেলস গ্রোথ বাঁধাগ্রস্থ হচ্ছে। তাই যুগের সাথে নিজেদের কনটেন্ট প্রেজেন্টেশনে আপডেট আনতে পারলে সময়ের সাথে অনেক উদ্যোক্তাকে হারিয়ে যেতে হবে।

নজর ই জিলানী বলেন, একজন অডিয়েন্স কাস্টমারে কনভার্ট হবে কিনা, সেটা নির্ভর করে সেলারের কমিউনিকেশন দক্ষতার উপর। কমিউনিকেশন দক্ষতা একজন উদ্যোক্তা এবং সেলস, মার্কেটিং এর সাথে জড়িত প্রত্যেকের জন্য শিখা খুব জরুরী।

অটোমেশন সিস্টেম ছাড়া বর্তমান যুগে বিজনেসকে বড় করা সম্ভব নয়, বলেন স্টোরেক্সের কো ফাউন্ডার রাশিদ আবিদ সৌরভ। উপস্থিত উদ্যোক্তাদের বিজনেস গ্রোথে সহযোগীতার জন্য বিজনেস গ্রোথ লাইফটাইম ডিল নামে স্টোরেক্স অটোমেশন সিস্টেমের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়।

প্রলয় হাসান স্টোরি টেলিং কনটেন্টের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, মানুষের গল্প শোনার নেশা শুরু হয় জন্মের পর থেকে। তাই সোশ্যালমিডিয়াতে আপনার অডিয়েন্সকে আটকিয়ে রাখতে হলে স্টোরি টেলিং কনটেন্ট তৈরি জানতে হবে।

সেলস বৃদ্ধির পাশাপাশি মার্কেটিং খরচকে কমিয়ে এনে বিজনেসকে স্থিতিশীল করার বিষয়ে বিশেষ কৌশল নিয়ে আলোচনা করেন রাকিবুর রহমান ও এ.কে আজাদ।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: